বিজ্ঞানীদের কাছে ঝলমলে বৃহস্পতি গ্রহের ছবি

0
76

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

প্রকাশ্যে এল বৃহস্পতি গ্রহের অসাধারণ কিছু ছবি। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত জেমিনি নর্থ টেলিস্কোপের ইনফ্রারেড থেকে এসব ছবি পাওয়া গেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতিগ্রহের এমন কিছু ছবি তুলে ধরেছে যেখানে গ্রহটির বিশাল গ্যাস স্তরের নীচে উষ্ণ ঝলমলে অঞ্চলগুলো ফুটে উঠেছে।

Jupiter | newsfront.co
বৃহস্পতি গ্রহ। চিত্র সৌজন্যঃ বিবিসি

বিবিসি বাংলার খবর অনুযায়ী, পৃথিবীতে থেকে বৃহস্পতি গ্রহের তোলা এটাই সবচেয়ে সূক্ষ্ম পর্যবেক্ষণ। গ্রহটির ছবির এই রেজোল্যুশন পাওয়ার জন্য বিজ্ঞানীরা ‘লাকি ইমেজিং’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করেছে। যখন সবগুলো ‘লাকি শটস’ একত্র করা হয়, তখন জ্যোতির্বিজ্ঞানীদের শুধুমাত্র একটি ছবির তুলনায় অনেক বেশি পরিষ্কার চিত্র পাওয়া সম্ভব হয়।

Jupiter | newsfront.co
বৃহস্পতি। চিত্র সৌজন্যঃ বিবিসি

মেঘাছন্ন এবং কুয়াশায় ভরা বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলের শীর্ষস্তর দেখতে অতীতে ব্যবহৃত হতো ইনফ্রারেড টেলিস্কোপ। যা দিয়ে বিজ্ঞানীরা গ্রহটির অভ্যন্তর বোঝার চেষ্টা করতেন। কারণ, হাবল টেলিস্কোপের মতো টেলিস্কোপগুলো যতটা আলোক তরঙ্গ শনাক্ত করতে পারে, ইনফ্রারেড টেলিস্কোপ তার চেয়ে দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য শনাক্ত করতে পারে।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃকরোনার গ্ৰাসে আমেরিকা,মৃত ৮০ হাজারের বেশি

তবে এবার হাবল টেলিস্কোপের সাহায্যেই বৃহস্পতি গ্রহের বিশাল গ্যাসস্তর নির্ভর আবহাওয়া কীভাবে তৈরি হয়েছে এবং টিকে রয়েছে, তা দেখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। পাশাপাশি বিজ্ঞানীরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করছেন যে, কয়েক দশক, এমনকি শতাব্দী জুড়ে কীভাবে সেখানকার দুর্দান্ত ঝড়গুলো অব্যাহত থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here