সন্তান জন্মের পরই করোনা আক্রান্ত মা, চিকিৎসার গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

0
73

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সন্তান জন্মের পরেই মা-র জ্বর এলে লালারস পরীক্ষা করে দেখা গেল তিনি করোনা পজিটিভ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ে। ওই বিল্ডিংটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Corona Affected | newsfront.co
ছবিঃ প্রতীকী

তবে শিশুটি জন্মের পর ভাল আছে বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য করোনা উপসর্গ থাকা মা এবং করোনা পজিটিভ মায়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট চিকিৎসা গাইড লাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ নজরদারি চালাতে ড্রোন ওড়াবে কলকাতা পুলিশ

স্বাস্থ্য দফতরের দাবি, এ রাজ্যে এই ঘটনা প্রথম যেখানে প্রসবের পরই মা করোনায় আক্রান্ত হলেন। এই ঘটনার পর গোটা হাসপাতাল ফিউমিগেশন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, করোনার সংক্রমণের জেরে এর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের আরও দুটি হাসপাতাল, হাওড়া জেলা হাসপাতাল ও চিনারপার্ক সংলগ্ন বেসরকারি চার্নক হাসপাতাল।

জানা গিয়েছে, নারকেলডাঙার বাসিন্দা ওই প্রসূতি কয়েকদিন আগেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। সিজার করে তাঁর সন্তানের জন্ম হয়। আর তারপরেই আচমকা মায়ের জ্বর আসার সন্দেহ হয় চিকিৎসকদের।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে নমুনা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা আর তারপরেই করোনা পজিটিভ রিপোর্ট আসায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায়। মায়ের থেকে কোনওভাবে সদ্যোজাতর শরীরে ভাইরাস সংক্রমণ হয়েছে কি না, তা বুঝতে টেস্টের জন্য পাঠানো হয়েছে বাচ্চাটির লালারসও।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রত্যেক রোগীকে বিশেষ ভাবে আইসোলেশনে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু অপারেশন থিয়েটার তো আলাদা নয়। হয় মহিলা এলাকা থেকেই সংক্রামিত ছিলেন এবং পরে উপসর্গ দেখা দিয়েছে।

অথবা অপারেশন থিয়েটারের মাধ্যমে তিনি নিজে সংক্রামিত হয়েছেন এবং অন্যকে সংক্রামিত করেছেন, এমনটাও হতে পারে। চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এবং প্রসূতিদের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। বিশেষ নজর রাখা হচ্ছে সদ্যোজাতদের ওপরেও।

এদিকে এদিন সকালের পরিস্থিতি বিবেচনা করে করোনা পরিস্থিতিতে মা ও শিশুর চিকিৎসায় সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা সোমবার বিকেলে এই নির্দেশনামা জারি করেন। এতে করোনা উপসর্গ থাকা মা এবং করোনা পজিটিভ মা-র ক্ষেত্রে চিকিৎসার গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে।

এই নির্দেশে বলা হয়েছে, করোনা পজিটিভ বা রোগের উপসর্গ থাকা অন্তঃসত্বা মায়ের প্রসবের জন্য আলাদা অস্ত্রপচার করার ঘর প্রতিটি মেডিক্যাল কলেজে হাসপাতালকে সুনির্দিষ্ট করতে হবে। পাশাপাশি জেলা বা মহকুমা হাসপাতালকে সুনির্দিষ্ট যাবতীয় নিময়কানুন মেনে আলাদা লেবার ওটি এই পরিস্থিতিতে ব্যবহার করতে বলা হয়েছে।

করোনা পজিটিভ প্রসূতিদের ক্ষেত্রে আইসোলেশন ব্যবস্থাযুক্ত ন্যূনতম দ্বিতীয় স্তরের হাসপাতালে প্রসব করাতে বলা হয়েছে। এই ধরণের ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলকেই আদর্শ নিয়ম-কানুন মেনে এবং যথেষ্ট সতর্কতা নিয়ে প্রসব করাতে বলা হয়েছে।

পাশাপাশি সদ্যোজাতকে মায়ের বুকের দুধ খাওয়াতে বলা হলেও কোনওভাবেই যাতে মা থেকে সন্তানের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য যাবতীয় প্রয়োজনীয় নিয়ম কানুন মানতে বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here