শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ইতিমধ্যেই বিশ্বভারতীতে পাঁচিল নির্মাণ ঘিরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তাতে আর্থিক তদন্তের বাইরে আসল তথ্য উঠে আসবে না বলে আশঙ্কা অনেকেরই।
সেই কারণে বিশ্বভারতী কাণ্ডে জনৈক আইনজীবী রমা প্রসাদ সরকার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে এবার মামলা দায়ের করলেন। চলতি সপ্তাহেই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ প্রাচীর দেওয়ার কারণ ব্যাখ্যা বিশ্বভারতী উপাচার্যের
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট পৌষ মেলার মাঠে পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, জমি মাফিয়া দের হাত থেকে বাঁচানোর জন্যই এই কাজ করা হচ্ছিল। যদিও স্থানীয় মানুষজন সে কথা না শুনে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেয় এবং নির্মাণ সামগ্রী নষ্ট করে দেয়।
ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে হওয়ায় পুলিশ এই ঘটনায় কোনও ব্যবস্থা নিতে পারেনি। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন আইনজীবী। একই সঙ্গে গোটা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সিআইএসএফ নিয়োগ করার আবেদন জানানো হয়েছে মামলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584