ওয়েবডেস্কঃ-
জাস্টিস রঞ্জন গগৈ ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। উত্তর-পূর্ব ভারতের তিনিই প্রথম প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করলেন। গতকাল অবসর নেওয়া জাস্টিস দীপক মিশ্রের স্থলাভিসিক্ত হলেন তিনি। তাঁর মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ১৭ই নভেম্বর।
১৯৫৪ সালের ১৮ই নভেম্বর জন্ম নেওয়া জাস্টিস গগৈ তাঁর কর্মজীবন শুরু করেন গুয়াহাটি হাইকোর্টে। প্রথমাবস্থায় তিনি সংবিধান, ট্যাক্স ও কোম্পানি সম্বন্ধীয় কেস নিয়ে কাজ করতেন। ২০০১সালে গুয়াহাটি হাইকোর্টেই পার্মানেন্ট বিচারপতি হিসেবে যোগ দেন। ২০১০সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে তাঁর ট্রান্সফার হয়।পরে ২০১১সালে সেখানকার প্রধান বিচারপতি হন। ২০১২সালে তাঁর পদোন্নতি হয়ে তিনি সুপ্রীমকোর্টের বিচারপতি হন।
চার বিচারপতি যাঁরা পূর্ব প্রধান বিচারপতি এবং সুপ্রীমকোর্টের প্রশাসনিক কাজের বিরুদ্ধে বিদ্রোহ করে অভূতপূর্ব প্রেস কনফারেন্স করেন, তাঁদের মধ্যে জাস্টিস গগৈ ছিলেন অন্যতম।
জাস্টিস গগৈ এসেই জানিয়ে দিয়েছেন যে তিনি পরিকল্পনা নিয়ে এসেছেন কিভাবে সুপ্রীমকোর্টের পেন্ডিং কেস গুলো সামলাবেন। ইতিমধ্যে আজ তিনি ঘোষণা করে দিয়েছেন যে মানদন্ড বা নিয়ম নির্দিষ্ট না হওয়া পর্যন্ত সুপ্রীমকোর্টে কোন মেনশন করা যাবেনা।(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584