অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
চোটের জন্য ভারতীয় শিবির ইতিমধ্যেই মিনি হাসপাতালে পরিণত হয়েছে। ফলে ব্রিসবেন টেস্টে প্রথম একাদশ গড়তে হিমশিম খাচ্ছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। অস্ট্রেলিয়ার অবস্থাও ভাল নয়। গ্রোইনের চোটের জন্য ডেভিড ওয়ার্নার সিরিজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি। ৫০ শতাংশ ফিট হয়ে খেলার জন্য সিডনিতে পুরোনো মেজাজে পাওয়া যায় নি। অস্ট্রেলিয়া বোলার দেরও মনে হচ্ছে বেশ ক্লান্ত।
এমন অবস্থায় আইপিএল-কে দায়ী করছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, “চলতি মরসুমে চোটের সংখ্যা আর প্লেয়ার চোট পায় সেটা আমি দেখতে চাই। শুধু ভারত নয় আমাদের দলেরও একই সমস্যা। এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজের আগে আইপিএল আয়োজিত হল। আর এতেই বাড়ল চোট-আঘাত। কারণ, বেশিরভাগ ক্রিকেটার বিশ্রাম নেওয়ার সুযোগ পেল না।
আরও পড়ুনঃ ফের সৌরভকে রাজনীতিতে না যাওয়ার আবেদন অশোকের
মানসিক ও শারীরিক দুটোর চাপই পড়লো।“ এরপর যদিও তিনি বলেন, “আইপিএল টুর্নামেন্ট আমি ভালোবাসি তরুণ ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে এর ভূমিকা অস্বীকার করা যায় না তবে আরও মনোযোগ সবার হওয়ার প্রয়োজন ছিল সিরিজের গুরুত্বর কথা মাথায় রেখে।“ প্রসঙ্গত আইপিএল হওয়ার কথা ছিল এপ্রিল-মে মাসে কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে সেপ্টেম্বর মাসে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584