টিকা চেয়ে ট্রুডোর ফোন, শীতলতা কাটিয়ে বন্ধুত্বপূর্ণ আশ্বাস মোদীর

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কোভিড-১৯ টিকার জন্য ভারতের সাহায্য চেয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন কানাডর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুলে সরকারপন্থীদের বিরাগভাজন হয়েছিলেন জাস্টিন ট্রুডো।

Modi Trudeau | newsfront.co

কানাডায় খলিস্তানপন্থীদের আশ্রয় দেওয়া নিয়ে তখন কটাক্ষ করা হয় তাঁকে। নয়াদিল্লির তরফে কানাডিয়ান রাষ্ট্রদূতকে এই নিয়ে সতর্কও করা হয়। বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়তে পারে এর ফলে। তার দু’মাস পরে এই ফোনালাপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

বুধবার প্রধানমন্ত্রী টুইট করে জানান, “আমার বন্ধু ট্রুডো ফোন করেছিলেন। আমি আশ্বাস দিয়েছি, ভারত যথাসাধ্য চেষ্টা করবে কোভিড টিকা সরবরাহ করার জন্য। এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে যৌথ উদ্যোগ চালিয়ে যাব।”

আরও পড়ুনঃ অসম পুলিশে যোগ দিলেন হিমা দাস

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, জাস্টিন ট্রুডো কানাডায় ভ্যাকসিন সহায়তা নিয়ে ভারতের দ্বারস্থ। প্রধানমন্ত্রী তাঁকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। অন্যান্য দেশের মতোই কানাডাকেও টিকার ডোজ পাঠাবে ভারত। কৃষক আন্দোলন নিয়ে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের সাময়িক শীতলতার পর এই ফোনালাপ নিয়ে চর্চা তুঙ্গে।

আরও পড়ুনঃ নির্ভয়া ফান্ডের টাকা অন্যখাতে খরচ, অক্সফ্যাম ইন্ডিয়ার রিপোর্টে দাবি

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যদি বিশ্ব করোনাকে মোকাবিলা করে এই যুদ্ধে জিততে পারে তাহলে তা অবশ্যই ভারতের ওষুধের গুণে হবে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বকে পথ দেখাবে ভারত। সে কারণে তিনি মোদীকে ধন্যবাদও জানিয়েছেন। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে দুই রাষ্ট্রনায়ক মিলিত হয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here