কানাডার নির্বাচনে তৃতীয়বার জয়ী জাস্টিন ট্রুডো, পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা পায়নি লিবারেল পার্টি

0
53

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

কানাডার নির্বাচনে তৃতীয়বার জয়ী জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টি কম ব্যবধানে জিতলেও সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। যদিও ট্রুডো আগাম নির্বাচন প্রক্রিয়ায় গিয়েছিলেন পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের আশাতেই। তবে ট্রুডোর সমালোচকরা এই নির্বাচনকে সময়ের অপচয় ছাড়া কিছু বলতে নারাজ।

Justin Trudeau wins third time canada election
জাস্টিন ট্রুডো, ছবি: এনডিটিভি

ওয়াকিবহাল মহল মনে করছেন, লিবারেল পার্টি ১৫৬ টি আসন পেতে পারে কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের প্রয়োজন ১৭০টি আসন। অন্যদিকে, কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল হিসেবে মোটামুটি ১২২টির মতো আসনে জয়ী হবে বলে আশা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মঙ্গলবার মধ্যরাতে মন্ট্রিয়েলে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো বলেন, “এখনো অনেক ভোট গোনা বাকী আছে। কিন্তু আজ রাত অবধি যে ট্রেন্ড তাতে স্পষ্ট, কানাডার মানুষ প্রগতিশীল পরিকল্পনাকেই বেছে নিয়েছেন।” ট্রুডো তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ আপনারা যে সরকারকে বেছে নিয়েছেন সে সরকার নিরাশ করবে না আপনাদের।“

আরও পড়ুনঃ কৈলাস সত্য‌ার্থীকে ‘17 Sustainable Development Goals Advocate-র একজন হিসেবে নিয়োগ করলেন আন্তনিও গুতেরাস

কানাডায় করোনা ভাইরাসের চতুর্থ ঢেউয়ের মধ্যে এই নির্বাচন হয়েছে, খরচ হয়েছে প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার। কানাডার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন ছিল এই নির্বাচন। কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল এটিকে অর্থ এবং সময়ের অপচয় বলে বর্ণনা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন যে, প্রায় ৬০ কোটি কানাডিয়ান ডলার খরচের পর জনগণ তাকে আবারও একটি সংখ্যালঘু সরকার গঠনের জন্য ফেরত পাঠিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here