নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
শেষ ম্যাচে হোঁচট। ফলে একটা চিন্তা বেড়েছিল রোনাল্ডো ভক্তদের মধ্যে, তবে না মেসি লা লিগা না পেলেও রোনাল্ডো পারলেন। স্যাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা নবম বারের জন্য ঘরোয়া লীগ চ্যাম্পিয়ন হল জুভেন্টাস। উরোপের পাঁচ মেজর সকার লীগে এই কৃতিত্ব কোনও ক্লাবের নেই।
এদিনের ম্যাচে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ফেডেরিকো। দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে ৭ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলেন রোনাল্ডোরা। অর্থাৎ, শেষ দু’ ম্যাচে জয় পেলেও ৬ পয়েন্টের বেশি সংগ্রহ করা সম্ভব নয় অ্যান্তোনিও কোন্তের দলের পক্ষে।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল আইএসএল খেলুক, মানুষেরও পাশে থাকুক চান ডগলাস
দু’ম্যাচ বাকি থাকতে ৩৬ ম্যাচ থেকে আপাতত ৮৩ পয়েন্ট সংগ্রহ করে রেকর্ড নবমবার ইতালি সেরা হল জুভেন্টাস। ফেলিস বোরেলের ৩২ গোলের রেকর্ড ভাঙতে সময় আছে রোনাল্ডোর হাতে, এখনো দুটো ম্যাচ। যদিও ম্যাচের শেষ দিকে পেনাল্টি মিস না করলে আফসোস করতে হতো না সিআরসেভেন-এর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584