নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের পর নতুন করে করোনা আক্রান্ত হলেন আর এক বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সংবাদ সূত্রে জানা যায় যে, তরুন এই বিজেপি নেতা গত চারদিন আগে করোনা উপসর্গ নিয়ে দক্ষিণ দিল্লির সাকেতের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষায় জ্যোতিরাদিত্য এবং তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া দুইজনেরই পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়।

জাতীয় রাজনীতিতে প্রভাবশালী চারবারের সাংসদ মধ্যপ্রদেশের তরুন এই নেতা গত মার্চ মাসের ১০ তারিখ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
Breaking now: Not so good news: @JM_Scindia and his mother have tested positive for corona, The former Cong turned BJP leader from MP has been admitted to hospital.. Wish him a speedy recovery! 🙏 @IndiaToday
— Rajdeep Sardesai (@sardesairajdeep) June 9, 2020
গতকাল দিল্লি মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও করোনা উপসর্গ দেখা যায়। মঙ্গলবার সকাল তাঁর নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584