দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার রাহুল

0
60

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

চলতি টেস্টে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন ভারতের লোকেশ রাহুল। ৪১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি পাওয়া রাহুল এ পর্যন্ত পাঁচ দেশের বিপক্ষে খেলে সবগুলো দলের বিপক্ষেই সেঞ্চুরি পেলেন।অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ও এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন রাহুল।

Lokesh Rahul
লোকেশ রাহুল

আরও দারুণ ব্যাপার হলো, ৭টি মধ্যে ৬টিই বিদেশের মাটিতে। এরমধ্যে ২বার ইংল্যান্ডের মাটিতে শতরান রয়েছে তার। এছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে শচীন টেন্ডুলকার ও ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেন।

আর ২০০৭ সালের পর দক্ষিণ আফ্রিকায় ভারতের ওপেনার হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে ২০০৭ সালে ওয়াসিম জাফর ওপেনার হিসেবে শতরান করেছিলেন। সফরকারী দলের তৃতীয়  ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছেন রাহুল। এর আগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল শতরান করেছিলেন। শেষ পর্যন্ত তিনি ব্যক্তিগত ১২৭ রানে আউট হন তিনি।

আরও পড়ুনঃ আই লিগের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু মোহামেডানের

প্রথম ইনিংসে ভারতীয় দল সব কয়টি উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে, তৃতীয় দিনের খেলায় ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা দল। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দলীয় সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৪০।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here