নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলায় যে হারে করোনারোগী বাড়ছে তার মধ্যেই ইংলিশবাজার ও পুখুরিয়া থানার শৈলপুর ও সাথমারা গ্রামে অনুষ্ঠিত হলো বিরাট কাবাডি প্রতিযোগিতা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে দিনরাত ডি জে বাজিয়ে মহা সমারোহে চললো এই প্রতিযোগিতা।
সরকারী নির্দেশ কোন ভাবেই মানা হয়নি । ছিল না খেলোয়াড়দের কারও মুখে মাস্ক। সব বয়সের কয়েকশো মানুষের সমাগমে ২০ ও ২১ তারিখ এই খেলা অনুষ্ঠিত হয়েছিল।
এই দুই অঞ্চলের ২৪ টি টিম অংশ গ্রহণ করেছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এই কাবাডি খেলা প্রসঙ্গে পঞ্চায়েত সদস্যদের সাফ কথা, তারা এই সবের মধ্যে নেই। কারা কি ভাবে করছে তাদের জানা নেই।
আরও পড়ুনঃ করোনা যোদ্ধার পরিবারের উপর হামলা, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
প্রাক্তন প্রধান সফিকুল আলম জানান যে এই বিষয়ে তার কাছে কোনো খবর নেই। কিভাবে প্রশাসনের নির্দেশ অমান্য করে এত লোকের জমায়েত হল , তা নিয়ে এলেকাবাসীর মনে প্রশ্ন উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584