‘জয় বাংলা’ পোস্টার হাতে গড়িয়াহাটে প্রতিবাদ কবীর সুমনের

0
63

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে ভিক্টোরিয়ার সভায় রাজ্যপাল ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময়ে কিছু দর্শক ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন।

jay bangla poster | newsfront.co
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘জয় শ্রীরাম’ ধ্বনি আর পাঁচজনের মতো ‘অপমান’ বলেই মনে করছেন সংগীতশিল্পী কবীর সুমন। শনিবার রাতে ফেসবুক পোস্টে তৃণমূল নেত্রীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন তিনি।কিন্তু রবিবার পথে নেমে তাঁর প্রতিবাদ শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন নয়, বরং সামগ্রিকভাবে বাংলা সংস্কৃতির প্রতি অবমাননা বলেই মনে করেন।

আরও পড়ুনঃ নেতাজীর জন্মদিনে বিজেপি – তৃণমূল নিজেদের প্রচার চালালো বলে কটাক্ষ সেলিমের

নেতাজির মতো মনীষীর জন্মদিনে কেন ‘জয় শ্রীরাম’ ধ্বনি? এই প্রশ্ন তুলে গড়িয়াহাট মোড়ে কবীর সুমন একাই ‘জয় বাংলা’ পোস্টার হাতে প্রতিবাদে নামলেন। পথচলতি উৎসুক মানুষজনকে বোঝালেনও তাঁর প্রতিবাদের যথার্থতা। কেউ কেউ তাঁর একক প্রতিবাদে যোগও দিলেন। বেলা পর্যন্ত সত্তরোর্ধ্ব কবীর সুমনকে এভাবেই দেখা গেল গড়িয়াহাটে। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী দেবলিনা ও সায়নি।

রবিবার গড়িয়াহাট মোড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক দেশ, যে যার মতো কথা বলতেই পারেন। কিন্তু নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে যা হল, সেটা ফ্যাসিস্টদের আচরণ। জয় বাংলা – এই বাংলায় অন্য কোনও কিছুর জয় নয়, শুধু বাংলারই জয় হবে। আমাদের প্রতিবাদ সত্যাগ্রহের মতো।”নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজিত হয়।

আরও পড়ুনঃ এগরায় কো-অপারেটিভ ব্যাঙ্কের সভায় ফের একই সুর শুভেন্দু’র গলায়

সেখানে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতেই তাল কাটে অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান এবং তা নিয়ে সাম্প্রতিক উত্তাল রাজ্য রাজনীতি। এই অবস্থায় দলমত নির্বিশেষে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন।

তবে এই ঘটনাকে সামগ্রিকভাবে বাংলার অপমান বলে নিন্দা জানিয়ে ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ, সংগীতশিল্পী কবীর সুমন। রবিবার সকালে তিনি গড়িয়াহাট মোড়ে পোস্টার নিয়ে এককভাবেই প্রতিবাদে শামিল হলেন। পোস্টারে লেখা – জয় বাংলা। এই প্রতিবাদকে তিনি ‘সত্যাগ্রহে’র সঙ্গে তুলনা করলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here