৬ জুলাই থেকে নেতাজি’র সময়ে ‘কাদম্বিনী’

0
342

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনা পরিস্থিতির অনেক আগে থেকেই জানা গিয়েছিল জি বাংলায় আসছে নতুন পিরিয়ডধর্মী ধারাবাহিক ‘কাদম্বিনী’। ভারতের দ্বিতীয় এবং বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। সেই বিদূষী নারীর জীবন অবলম্বনেই এই ধারাবাহিক আসতে চলেছে।

Kadambini | newsfront.co

একইভাবে একই বিষয়ের উপর ভিত্তি করে স্টার জলসাতেও চলছে ‘প্রথমা কাদম্বিনী’। স্টার জলসার কাদম্বিনী এসেছে অনেক আগেই। সেখানকার কাদম্বিনী এখন যুবতী। ট্র‍্যাক শুরু হয়েছে কাদম্বিনী চরিত্রে সোলাঙ্কি রায় এবং দ্বারকানাথ গাঙ্গুলির চরিত্রে হানি বাফনা।

tele serial | newsfront.co

এবার জানা গেল জি বাংলার বহু প্রতীক্ষিত ধারাবাহিক ‘কাদম্বিনী’র আগমনের কথাও। সম্প্রতি প্রোমোতে দেখা গিয়েছে ‘নেতাজি’ ধারাবাহিকের স্লটে আসছে ‘কাদম্বিনী’। এখন প্রশ্ন হতে পারে তা হলে কি বন্ধ হচ্ছে ‘নেতাজি’? আজ্ঞে না, তেমন কোনও খবর আপাতত নেই। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে রাত ১১ টার স্লটে দেখানো হবে ‘নেতাজি’।

আরও পড়ুনঃ দিশার নতুন অস্ত্র শ্রাবণী

জি বাংলায় কাদম্বিনীর চরিত্রে থাকবেন ঊষসী রায় এবং তার স্বামী দ্বারকানাথের চরিত্রে মনোজ ওঝা। থাকবেন পায়েল দে, যুধাজিৎ ব্যানার্জি, লোপামুদ্রা সিনহা সহ আরও অনেকে। প্রসঙ্গত, বেশ অনেকদিন পর লোপামুদ্রা সিনহাকে দেখা যাবে ধারাবাহিকে। ৬ জুলাই থেকে সোম থেকে শনি ঠিক রাত সাড়ে ৮ টায় দেখতে ভুলবেন না ‘কাদম্বিনী’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here