নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
গত আইপিএলে হঠাৎ করে ছিটকে গিয়ে হয়নি স্বপ্নপূরণ। তবে দিল্লির দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাডা সত্যিই অন্য ধাতুর। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে শীর্ষস্থান যেমন দখল করে নিলেন ঠিক তেমনি সিএসকের ফাফ ডু প্লেসিসকে আউট করে আইপিএলের ইতিহাসে ঢুকে পড়লেন তিনি।
একইদিনে দুটি রেকর্ড করলেন এই পেসার। সবথেকে কম ম্যাচ খেলেও সবথেকে কম বল করে আইপিএলে ৫০টি উইকেট সংগ্রহ করলেন তিনি। নিজের বোলিং-এর ১৪.৪ ওভারে ডুপ্লেসিকে আউট করে এই কীর্তি গড়লেন এই প্রোটিয়া স্পিডস্টার। ৫০টি উইকেট নিতে তিনি নিলেন মাত্র ২৭টি ম্যাচ।
আরও পড়ুনঃ খারাপ পারফরমেন্স করায় এবার কেকেআর-কে বিঁধলেন বীরু
এর আগে সবথেকে কম ম্যাচে ৫০টি উইকেট নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। ৫০টি উইকেট নিতে তাঁর লেগেছিল ৩২টি ম্যাচ। বলের হিসাব করলে ৫০টি উইকেট নিতে তাঁর লাগল ৬১৬টি বল।
আরও পড়ুনঃ অবসর নিলেন পাক পেসার উমার গুল
এর আগে এই রেকর্ড ছিল মুম্বই ইন্ডিয়ানসের পেস বোলার লসিথ মালিঙ্গার দখলে। মালিঙ্গার ৭৪৫৯ বল লেগেছিল আইপিএলে ৫০টি উইকেট নিতে। এই রেকর্ড করে ম্যাচের পরে তিনি জানান,’চোট থাকলে তো সমস্যা হয় কিন্তু সেটা নেই। আমার বল করতে সুবিধা হচ্ছে, এই রেকর্ড আমার থেকে বেশি আমার টিমের।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584