বিরোধীদের গাঠবন্ধনকে ঠকবন্ধন বলে মন্তব্য কৈলাসের

0
68

পিয়ালী দাস,বীরভূমঃ

Kailas comment against anti alliance
নিজস্ব চিত্র

১৯ ই জানুয়ারী ব্রিগেড গ্রাউন্ডে বিরোধী নেতাদের সমাবেশে বিজেপির সমালোচনা হবে। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির ভয়ে,সব বিরোধী একে অপরের হাত ধরে রাখার চেষ্টা করছেন।এদিন রামকৃষ্ণ সভাগৃহে অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠকে উপস্থিত হয়ে কৈলাশ বিজয় বর্গীয় বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে বলেন,গাঠ বন্ধন নয় ওটা ঠক বন্ধন।নদীতে যখন বন্যা আসে যদি সেখানে কেউ ভেসে যায় তাহলে একে অপরের হাত ধরে চড়ে ওঠার চেষ্টা করে,মমতা মায়াবতীরা এখন ঠিক তেমনটাই করছে।বিজেপি বন্যার হাত থেকে রক্ষা পেতে একে অপরের হাত ধরে চড়ে ওঠার চেষ্টা করছে।অপরদিকে মায়াবতী ও মমতা প্রসঙ্গে বললেন সবাই নিজে নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে।স্বপ্ন কোনদিন বাস্তব হবে না।সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আক্রান্ত সোয়াইন ফ্লুতে,কার্যত তিনি অনিশ্চিত বলে গুঞ্জন বীরভূমে।সমস্ত গুঞ্জন উড়িয়ে তিনি বললেন অমিত শাহের সভা হবে এবং ২১ তারিখে হবে।

প্রসঙ্গত ২১ শে জানুয়ারি বীরভূমের সিউড়িতে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।তারই প্রস্তুতির জন্য এদিন বীরভূমের সিউড়িতে রামকৃষ্ণ সভাগৃহে দলীয় কর্মীদের সাথে একটি বৈঠক করলেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গীয়।সভায় উপস্থিত ছিলেন কৈলাশ বিজয় বর্গীয়, বীরভূম জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়,সহসভাপতি কালো সোনা মন্ডল এবং বিভিন্ন জেলা ও ব্লক নেতারা।

আরও পড়ুনঃ বিজেপি দলকে ভেড়ার পাল বলে কটাক্ষ অনুব্রতর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here