উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার বিজেপির মুখ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বৃদ্ধি করা হল।
কয়েকদিন আগেই জেপি নাড্ডার সঙ্গে ডায়মন্ডহারবার সফরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। ভাঙচুর করা হয়েছিল তার গাড়ি। আর তারপরই এবার তার নিরাপত্তা বাড়ানো হল। বুলেট প্রুফ গাড়ির পাশাপাশি তার দেহরক্ষীর দায়িত্বে থাকা কমান্ডোর সংখ্যাও বাড়ানো হল।
সোমবার মথুরাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় এসেছেন তিনি। সেখানে যাওয়ার আগে নিরাপত্তা নিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন “স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আমাকে বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে।”
আরও পড়ুনঃ দশ বছর সরকারি হাসপাতালে চাকরি অন্যথায় ১ কোটি জরিমানা, ডাক্তারি পড়ুয়াদের নয়া নির্দেশিকা যোগী সরকারের
এর আগে ডায়মন্ডহারবারে হামলায় ক্ষতিগ্রস্ত কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি। দশ তারিখ ডায়মন্ড হারবার যাওয়ার সময় জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। কনভয়ের গাড়িগুলি লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ রাজনৈতিক স্বার্থে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ রাজ্যপালের
ভাঙচুর চালানো হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও। গাড়ির সামনের কাচঁ ভেঙে যায়। সেই সময় কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় সহ বেশ কয়েকজন আহত হন। হাতে চোট লাগে কৈলাসের। এই হামলার ঘটনার জেরেই এবার তার নিরাপত্তা বাড়ানো হল বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584