নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের মোকাবিলায় দীর্ঘ ৫ মাস ধরে রাজ্যে তথা পুরো দেশ জুড়ে চলছে কোথাও সম্পূর্ণ আবার কোথাও আংশিক লকডাউন ও এরই সঙ্গে ‘আমপান’ ঝড়ের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতির ফলে অতি সাধারণ পরিবার থেকে শুরু করে প্রতিটি পরিবারই তাদের রুজি রোজগার সহ স্বাভাবিক জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে।

কার্যত জনজীবন পুরোপুরি বিপর্যস্ত, মানুষের হাতে কাজ কমে গেছে। গ্রামীণ এলাকার অনেক পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে গ্রামে ফিরে এসেছে। অতি সাধারণ পরিবার গুলি বর্তমানে খাদ্যের সমস্যাতে পড়েছেন, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে দূরত্ব বজায় রাখা যেমন জরুরি তেমনি সদা সর্বদা পরিছন্নতা বজায় রাখাও জরুরি।

পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যশালী স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যান সমিতির উদ্যোগে জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য চিলড্রেন ও কোকোকোলা ফাউন্ডেশন -এর আর্থিক সহযোগিতায় স্থানীয় গ্রামপঞ্চায়েতের ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলায় দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের মোট ৩৮টি গ্রামের ১৭০৩ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেয় খাদ্য সামগ্রী ও আশ্রয় কিট। এদিনের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মীরা, স্থানীয় পঞ্চায়েত সদস্য, সদস্যা থেকে এলাকার বিধায়কও।
আরও পড়ুন: ফালাকাটায় জীবাণুনাশক স্প্রে বাম ছাত্র যুবদের উদ্যোগে
বিধায়িকা শ্রীমতি মাইতি তার বক্তব্যের মাধ্যমে জানান, অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এলাকায় কাজ করেন কিন্তু কাজলা জনকল্যান সমিতি অন্যদের তুলনায় একেবারেই অন্য রকম, এই প্রতিষ্ঠানের প্রতিটি স্তরের কর্মীগণ সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ও সকলের মতামত নিয়ে নানা ধরনের উন্নয়ন মূলক কাজ করে থাকেন এবং তিনি আরও জানান আগামী দিনে তিনি সমিতির যেকোন ধরনের উন্নয়নমূলক কাজে পাশে থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584