লম্বা দাড়ি হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না- কটাক্ষ কাকলির

0
164

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আইপিএস ডেপুটেশন, বিশ্বভারতীতে নিমন্ত্রণ থেকে শুরু করে অমর্ত্য সেনের বাড়ির সীমানা বিতর্ক- বছর শেষে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। এরই মাঝে বাংলা কেন্দ্রীয় কৃষক কল্যাণ প্রকল্প চালু করেনি বলে মমতা সরকারকে ফের বিঁধেছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক কারণে বাংলার কৃষকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করছেন তৃণমূল সরকার বলে অভিযোগ তাঁর।

kakoli | newsfront.co
কাকলি ঘোষ দস্তিদার। ছবিঃ বিভাস লোধ

যার বিরুদ্ধে তুমুল সরব তৃণমূল শিবির। বিজেপিকে ‘দুষ্কৃতী’ র দল বলে, নাম না করেই প্রধানমন্ত্রীকে এবার নিশানা করলেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “মিথ্যেবাদী। লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ হওয়া যায় না।“

শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি, বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় সব প্রতিশ্রুতি পূরণ করেছে বলে দাবি করেন তিনি। বারাসতের তৃণমূল সাংসদ এদিন বলেন, বাংলার মানুষ যেভাবে সমস্ত সরকারি পরিষেবা পাচ্ছেন তাতে তাঁরা অত্যন্ত আনন্দিত এবং রাজ্যসরকারকে প্রশংসনীয় কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা।

আরও পড়ুনঃ মনোরঞ্জনের উপর হামলার প্রতিবাদে মিছিল তৃণমূলের

যদিও বিরোধীরা অভিযোগ করেছে উন্নয়নের যে পরিসংখ্যান রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তা আদতে ‘ভুয়ো’। এই বিষয়েই বিজেপির সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে সোচ্চার হন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, “মিথ্যাবাদী বিজেপি নেতারা দেশটাকে হার্মাদ বাহিনীর আস্তানা হিসাবে তৈরি করেছেন। উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা দেখলেই তা বোঝা যায়।“

আরও পড়ুনঃ হিলিতে বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

বাংলায় আইন শৃঙ্খলা নেই বলে বিজেপির যে দাবি তা উড়িয়ে দিয়ে এ দিন তৃণমূল সাংসদ বলেন, সংসদীয় কমিটির কেন্দ্রীয় তথ্যই বলছে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর হওয়া অপরাধের হার সবচেয়ে কম। দোষীরা দ্রুত শাস্তি পায়। এইদিন পরিসংখ্যান দিয়ে রাজ্যের মহিলা থানা, ফার্স্ট ট্র্যাক কোর্টের সঠিক তথ্য দিয়ে নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি পরিবেশন করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here