মিললো পূর্বাভাস, জেলায় জেলায় শুরু কালবৈশাখী

0
104

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রবিবার দুপুরেই দক্ষিণ দিনাজপুরের একাংশে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। বিকেলের দিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় দেখা মিলবে কালবৈশাখীর। তাপমাত্রার সাময়িক পতনে স্বস্তি মিললেও পরদিন রোদ উঠলে ফিরবে অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া, জানিয়েছে আবহাওয়া দপ্তর।

weather | newsfront.co
প্রতীকী চিত্র

সন্ধ্যার পর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। ঘণ্টায় ৪০ – ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অক্ষয় কুমার

গত প্রায় ১ সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই চলছে ভোটপ্রচার। তবে যেসব জায়গায় রবিবার বিকেলে কালবৈশাখির দেখা পাওয়া যাবে না, সেখানে ৯ এপ্রিলের আগে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, জানিয়েছে হাওয়া অফিস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here