নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী প্রকল্পে ঘর দিচ্ছেন চা শ্রমিকদের। এই সুবিধা কত দূর পৌঁছালো শ্রমিকদের কাছে? খতিয়ে দেখতে বন্ধ তোর্সা চা বাগানে পৌঁছে গেলেন কালচিনির বিডিও।গত ২ ফেব্রুয়ারি ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরের চা বাগান গুলির জন্য চা সুন্দরী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
স্যাঙসন লেটার তুলে দেওয়া হয় শ্রমিকদের হাতে। উত্তরবঙ্গ সফর শেষ মুখ্যমন্ত্রীর। বন্ধ চা বাগানের শ্রমিকরা চা সুন্দরী প্রকল্প সঠিক ভাবে পাচ্ছে কি না, এছাড়াও বাগানের শ্রমিকরা অনান্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কি না সেই বিষয়ে খোঁজ খবর নিতে রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ তোর্সা চা বাগানে যান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ।
আরও পড়ুনঃ কলকাতার আদলে আলিপুরদুয়ারে প্রস্তাবিত ক্লক টাওয়ারের শিলান্যাস
চা বাগানের শ্রমিক মহল্লায় তিনি পরিদর্শন করেন শ্রমিকদের সাথে কথাবার্তা বলেন। বয়স্করা বৃদ্ধা ভাতা পাচ্ছে কি না এই বিষয়ে এদিন বিডিও খোঁজখবর নেন ও তাদের সাথে কথাবার্তা বলেন।এদিন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ বলেন, “চা সুন্দরী প্রকল্প সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বন্ধ চা বাগানের শ্রমিকরা সঠিক ভাবে পাচ্ছে কি না সেই বিষয়ে খোঁজখবর নিতে শ্রমিক মহল্লায় ঘুরছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584