পিয়ালী দাস, বীরভূমঃ
একান্ন পীঠের সর্বশেষ পীঠ বীরভূমের কঙ্কালীতলা। কালীপুজোর দিন এখানে মাকে কোন রাজবেশে সাজানো হয় না কারণ কঙ্কালীতলা মায়ের মূর্তি কোন শিলা পাথর বা কোন ধাতু দিয়ে গড়া নয় এখানে মায়ের কাগজের বাঁধানো ছবি কে আরাধনা করা হয় মাকে সাজিয়ে তোলা হয় লাল জবা ফুল দিয়ে। মন্দিরের প্রধান পুরোহিত মহাদেববাবু জানান প্রায় ১০০ বছর আগে থেকে মায়ের এই ছবিকে সাজিয়ে পুজো দেওয়া হয় মনস্কামনা পূর্ণ করতে হাজার হাজার পুণ্যার্থীদের ভিড় জমে এই কঙ্কালীতলায়।
তিনি বলেন, কালীপুজোর দিন মাকে দুবার ভোগ দেওয়া হয়। দুপুরে নিরামিষ ভোগ এবং রাতে আমিষ ভোগ দেওয়া হয়, দুপুরের ভোগে পোলাও, সাদ অন্ন, পাঁচ রকমের ভাজা, যেমন আলু, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো,বরবটি, গাওয়া ঘি দিয়ে তৈরি দু’রকমের ডাল, পাঁচ রকমের সবজি, ফল দিয়ে তৈরি চাটনি, দই, মিষ্টি, পায়েস।
সন্ধ্যের সময় মহা সন্ধ্যা আরতির আয়োজন করা হয় প্রায় দু’ঘণ্টা ধরে এই আরতী চলে আরতির পরে মাকে সুজি লুচি সহযোগে ভোগ দিয়ে বিশ্রাম দেওয়া হয় তবে মাকে ভোগ দেবার জন্য আলাদা করে এখানে পাঁঠাবলির কোন পদ্ধতি নেই পুণ্যার্থীরা নিজেদের মনস্কামনা পূর্ণ হলে যে পাঁঠাবলি ব্যবস্থা করে সেইখান থেকেই মাংস নিয়ে রাতের ভোগে দেওয়া হয় অবশ্য নিশি পুজোর পর নিশিরাতে দেওয়া হয় মাকে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে কালীপুজোর মন্ডপ সজ্জায় দক্ষিণ ভারতের মন্দির
বীরভূমের পাঁচটি সতীপীঠ যথাযথভাবে মায়ের আরাধনা করা হয় যেমন বোলপুরে কঙ্কালীতলা, লাভপুর ফুল্লরা তলা, নলহাটির নলাটেশ্বরী, সাঁইথিয়া নন্দিকেশ্বরী এবং বক্রেশ্বরের কালিকে একইভাবে কালী পূজার দিন পুজো করা হয় বীরভূমের পাঁচ পিঠের দর্শনে আসে কয়েক লক্ষ পুণ্যার্থী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584