পিয়ালী দাস, বীরভূমঃ
কালী পূজা উপলক্ষে সেজে উঠেছে সিদ্ধপিঠ তারাপীঠ রবিবার ভোর পাঁচটায় পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় তারা মায়ের গর্ভগৃহের দ্বার। এরপর মঙ্গল আরতি শুরু হয় আরতির শেষে তারা মা কে শীতলা ভোগ দেওয়া হয়, যে ভোগে ফলমূল এবং বহু রকমের মিষ্টি থাকে। মন্দিরের সেবায়েত গোলক চট্টোপাধ্যায় জানান কালীপুজোর দিন মা তারা কে শ্যামা রূপে মা কালীর পুজো করা হয় কারণ তারা হল দশমহাবিদ্যা এক বিদ্যা, তারার আবার আরেকটি রূপ আছে , তাই মা তারা কে অষ্টতারীণি বলা হয়।
অন্যদিকে মা তারাকে দক্ষিণা কালী রূপে তন্ত্রমতে পূজা করা হয় ।

কালীপুজোর দিন মা তারার ভোগের দায়িত্বে থাকা সেবাইত প্রবোধ বন্দ্যোপাধ্যায় জানান, মা তারাকে এদিন দুবার অন্নভোগ দেয়া হয় একবার দুপুরে এবং রাতে কালীপুজোর দিন মা তারা কে বহু ব্যঞ্জন ভোগ পরিবেশন করা হয় লাল পোলাও, হলুদ পোলাও, খিচুড়ি, সাদা অন্ন, নয় রকমের ভাজা, এগারো রকমের সবজি, শোল মাছ ভাজা, চাটনি, দই, মিষ্টি, পায়েস, এবং পান। কথিত আছে মা তারার ভোগে আবশ্যিক শোল মাছ ভাজা কারণ মা তারার আবির্ভাব জীবিত কুন্ড তে দু’টুকরো শোল মাছ জোড়া লেগে গিয়েছিল তাই মাতারা রানী ভবানীর স্বপ্নাদেশ দিয়েছিল তার ভোগে যেন অবশ্যই শোল মাছ ভাজা থাকে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন কালীপুজোর দিন মা তারা কে রাতে যে ভোগ দেওয়া হয় সেখানে দুরকমের পোলাও পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের সবজির তরকারি চাটনি এবং মাকে উৎসর্গ করে যে পাঠা বলি দেওয়া হয় সেই পাঁঠার মাংস।
রবিবার কালীপুজোর ভোর থেকেই মায়ের মন্দিরের সামনে পুণ্যার্থীদের মাকে দর্শনের প্রতীক্ষা করতে দেখা গেছে বেলা যত গড়িয়েছে ততই ভক্ত সমাগম বেড়েছে দুপুরে ভোগ মন্দিরে মায়ের ভোগ প্রসাদ আস্বাদন করার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন হাজার হাজার ভক্ত।
আরও পড়ুনঃ নন্দীগ্রাম থানার আয়োজিত পুজোর উদ্বোধনে শুভেন্দু
সিদ্ধপিঠে তারাপীঠে লক্ষ লক্ষ পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর বীরভূম জেলা পুলিশ এবং বীরভূম জেলা প্রশাসন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানান তারাপীঠে মা তারা কে পুজো দিতে আগত পূণ্যার্থীদের নিরাপত্তা দিতে সব রকমের পুলিশি ব্যবস্থা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584