প্রথা মেনে পূজিতা গোয়ালতোড়ের চক্রবর্তী বাড়ির মা কালী

0
107

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পোড়া শোল মাছ, কাঁচা মাংস আর কারণসুধা এই তিন ধরণের প্রসাদ দিয়েই শক্তির আরাধনা করা হয় গোয়ালতোড়ের চক্রবর্তী বাড়িতে৷ পূর্বপুরুষের শুরু করা পুজোর এই প্রথা এখনও বহাল রয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গোয়ালতোড়ের কিয়ামাচা একটি বর্ধিষ্ণু গ্রাম।

kali temple | newsfront.co
মন্দির প্রাঙ্গণ ৷ নিজস্ব চিত্র

এই গ্রামেই বাস করতেন এক ব্রাহ্মণ দীননাথ চক্রবর্তী৷ দীননাথ ও গিরিবালা দেবীর তিন সন্তান। গোপাল, পশুপতি আর হরিপদ। দুই সন্তান সংসারে মন দিলেও বড় সন্তান গোপালের সংসারের দিকে মন ছিল না। কারণ তিনি ছোটো বেলা থেকেই মা তারার পরম ভক্ত ছিলেন। সংসারের থেকে শ্মশান তাকে বেশী করে আকৃষ্ট করতো । সবে আট বছর বয়স, হঠাৎ করেই বাবা মারা যায়। তার দুই বছরের মাথায় মাও মারা যায় ৷ ফলে পিছু টান হীন হয়ে পড়ে। সেই সময় গ্রামেরই শ্মশানের এক প্রান্তে তিনি শক্তির সাধনা করতে থাকেন। পারিবারিক সূত্রে জানা যায় তিনি প্রায় চৌদ্দ বছর শ্মশানে সাধনা করে সিদ্ধি লাভ করেন এবং এলাকায় সাধক গোপাল হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়ে। পরে দাদাদের চাপে পড়ে সংসার ধর্ম পালন করেন।

kali maa statue | newsfront.co
প্রাচীন মূর্তি ৷ নিজস্ব চিত্র

কথিত আছে একদিন গোপাল চক্রবর্তী সাধনা করার সময় দৈববাণী পান যে মেদিনীপুরের আবাসগড়ের এক ঝুপড়ি তে অষ্টধাতুর মূর্তি রয়েছে৷ সেখান থেকে তা এনে প্রতিষ্ঠা করার। দৈববাণী পেয়েই পরদিন সাধক গোপাল তার ভাইকে সঙ্গে নিয়ে গিয়ে সেই ঝুপড়ি থেকে মা কালীর অষ্টধাতুর সেই মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে। পরে সেই মূর্তি শ্মশানে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন সাধক গোপাল। এদিকে মায়ের এই মূর্তির প্রতিষ্ঠার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের দর্শন করতে।

আরও পড়ুনঃ কলকাতায় কালীপুজো উদ্বোধনে এলেন সাকিব

এমনই এক ভক্তের অর্থানুকূল্যে গড়ে উঠে মায়ের কংক্রিটের মন্দির। গোপাল সাধক শ্মশানের ওই মন্দিরে প্রায় ৬০ বৎসর সাধনা করেন৷ তার মৃত্যুর পর সেই পুজোর দেখভালের দায়িত্ব নেন তার ছেলে বিনয় চক্রবর্তী। যিনি এখনও মায়ের সেবায় নিয়োজিত। বিনয় বাবু জানান, ” আজ থেকে একশত পাঁচ বছর আগে গোপাল সাধকের শুরু করা পুজো নামেই চক্রবর্তীদের, আদপে এখন তা গ্রামের পুজো হয়ে উঠেছে। পুজো উপলক্ষে গ্রাম ছেড়ে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে৷ অনেকেই মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে মানত করে যান৷

আরও পড়ুনঃ বকেয়া ফি-তে আর ক্লাস নেওয়া যাবে না, অভিভাবকদের সরাসরি ই-মেল লা মার্টিনিয়ারের

তবে আমাদের এই পুজোতে মা কে পোড়া শোল মাছ, কাঁচা মাংস আর কারণ সুধা দিয়ে নৈবেদ্য দেওয়া হয়৷ যে সমস্ত ভক্তরা পুজো দিতে আসেন তাদের জন্য বলির মাংস আর খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। তবে পুরো রান্না শ্মশানের মড়া পোড়ানোর কাঠে রান্না করা হয়”৷

চক্রবর্তী পরিবারের আরেক সদস্য সঞ্জয় চক্রবর্তী জানান, “দাদুর শুরু করা পুজো প্রতিবছরই জাঁকজমক ভাবেই হয়ে আসছে৷ তবে করোনার কারণে এই ঐতিহ্যবাহী পুজো কিছুটা হলেও ম্লান। কারণ ভক্ত সমাগম ঘটবে না এবার৷ যারা মায়ের কাছে মানত করেছিলেন তাদেরও নিষেধ করে দেওয়া হয়েছে। আর যারা উপস্থিত থাকবেন তাদের জন্য মাস্ক বাধ্যতামূলক। মন্দিরে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না৷ প্রতিদিন মন্দির চত্বর স্যানিটাইজেশন করার ব্যবস্থা থাকছে “।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here