নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
ব্রিটিশ কাল থেকে হয়ে আসা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মুখ্য ডাকঘরের কালীপুজো এবছর ৩০০ বছরে পদার্পণ করেছে । ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেরা দক্ষিণ দিনাজপুর অবিভক্ত বাংলার দিনাজপুর জেলা নামে পরিচিত ছিল । সেই ব্রিটিশ পিরিয়ড থেকে হিন্দু সনাতন ধর্মের ডাক কর্মীরা তান্ত্রিক মতে মায়ের আরাধনা করে আসছে, প্রচলিত আছে বলি প্রথাও ।
মুখ্য ডাকঘরে এই পুজো হয় দীপাবলির রাতে ৷ বর্তমানে ভারতীয় ডাক কর্মীরাই এই কালীমায়ের পুজো করে আসছেন। ৩০০ বছরের এই পুজো নতুনভাবে মন্দিরের রূপ পেলেও পুজোর নিয়ম সেই তান্ত্রিক মতেই হচ্ছে আর তার সঙ্গে যুক্ত রয়েছে বলি প্রথা।
প্রতিবছর এই পুজোর পর কালী মায়ের মৃন্ময়ী মূর্তি অফিসের সম্মুখের মন্দিরেই পূজিত হন। সারা বছর এই কালী মা নিত্য পুজো পেয়ে থাকেন ৷ কালীপুজোর কয়েকদিন আগে বিসর্জন দিয়ে নতুন মূর্তি গড়া হয় বলে জানা গেছে। সেই মত এই বছরের পুজো উপলক্ষে মায়ের পুরোনো মূর্তির বিসর্জন সম্পন্ন হয়েছে ।
আরও পড়ুনঃ দক্ষিণ কলকাতায় ছট পুজোর কৃত্রিম জলাশয় তৈরির কাজ আটকে দিল কেএমডিএ
জানা গেছে আগেই মায়ের মন্দির পুরোনো ডাকঘর চত্বর অর্থাৎ শহরের বাসন্তী নার্সিং হোম পার্শ্ববর্তী এলাকায় হলেও পরবর্তী কালে মুখ্য ডাকঘর স্থানান্তরিত হলে ডাক ঘর চত্বরে স্থায়ী মন্দির নির্মাণ করা হয়।
সেখানেই মা বর্তমানে বিরাজ করেন।এই বছর উদ্যোক্তারা সম্পূর্ণ সামাজিক দূরত্ব বিধি এবং অন্যান্য সতর্কতা মেনে পুজো সম্পন্ন করবেন বলে জানা গেছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584