তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায় গেলে প্রতিটি মানুষের ভালো লাগবে ।কালিয়াগঞ্জ থানার এস আই রাম চন্দ্র ঘোষ ও আই সি বিচিত্র বিকাশ রায়ের উদ্যোগে কালিয়াগঞ্জ থানা চত্বর যেন বর্তমানে নন্দনকানন!আর সঙ্গে আছেন অন্যতম কারিগর সাব ইন্সপেক্টর রামচন্দ্র ঘোষ।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা চত্তরেশীতের সকালে প্রকৃতি যখন কুয়াশার চাদরে মুড়ে থাকে, তখন বাগানে উকি দেয় ডালিয়া, ষ্টার, গাদা, সাইলোছিয়া, ক্যাবেস, গ্যাজিলিয়া, সেলফিয়া, জুই, লাল রঙের দেশি-বিদেশের বিভিন্ন জাতের বাহারি ফুল।
আরও পড়ুনঃ অভাব থাকলেও, সরকারি সাহায্য ব্যতীত ফুলের চাষে রঙিন ডাঙ্গাপাড়া
কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় বলেন “থানাকে নিজের বাড়ি মনে করলেই সবাই থনাকে ফুলে ফলে ভরিয়ে দিতে পারি।শুধু থাকতে হবে আন্তরিকতা।”
কালিয়াগঞ্জ থানার এস আই রাম চন্দ্র ঘোষ বলেন, ” ফুলকে কে না ভালোবাসে? করি তাই অন্তরের টানেই আমি বাগান করতে ভালোবাসি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584