ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ কালিয়াগঞ্জের বিধায়কের

0
77

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

শনিবার তৃণমূল ভবনে দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার সেই পথে হাঁটলেন কালিয়াগঞ্জের বিধায়কও।

Kaliaganj BJP MLA joins TMC
তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়

এদিন তৃণমূলে যোগ দিয়ে আলিপুরদুয়ারের বাসিন্দা সৌমেন রায় জানান, “আমি দীর্ঘদিন তৃণমূলে ছিলাম। বিজেপির টিকিটে জিতেছিলাম ঠিকই। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের উন্নয়ন করছেন সেই কাজে শামিল হতেই আমি আবার তৃণমূলে ফিরে এলাম।” তাঁর ঘাসফুল শিবির আবারও ফিরে আসায় উচ্ছ্বসিত স্থানীয় তৃণমূল কর্মীরা।

উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙন ধরল। আজকের এই দলবদলের পর বাংলার বিধানসভায় বিজেপি যে আলগা হতে শুরু করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ বিধানসভা ভোটে ৭৭ আসনে জয়লাভের পর নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ ত্যাগ করেন।

আরও পড়ুনঃ রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

এরপর প্রথমে মুকুল রায় ও পরবর্তীতে তন্ময় ঘোষ ও বিশ্বজিৎ দাসও দলত্যাগ করেন। এবার বিজেপি ছেড়ে নিজের পুরনো দল তৃণমূলে ফিরলেন সৌমেন রায়ও। ফলে বাংলায় বিজেপির শক্তিক্ষয় হল বললেও ভুল হবে না। বর্তমানে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে হল ৭১।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here