নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কন্টেনমেন্ট জোন এলাকার পুরবাসীদের যাতে কোন প্রকার খাদ্যের সমস্যা না হয় সে কারণে বিশেষ কমিটি গঠন করেছে কালিয়াগঞ্জ পুরসভা। এক সপ্তাহ আগে কালিয়াগঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়ার পরিযায়ী শ্রমিক করোনা ভাইরাসে আক্রন্ত হন। তার এখন রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে।
থানাপাড়া এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে সিল করে দেওয়া হয়েছে। এলাকার শতাধিকের বেশি মানুষ গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তাদের যেন কোনরকম অসুবিধা না হয় সেই কারণে সব রকমের সুবিধার ব্যবস্থা করা হয়েছে কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে।
আরও পড়ুনঃ স্পেশাল ট্রেনে বাড়ি ফিরলেন বীরভূমের শ্রমিকরা
শনিবার পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল এলাকার মানুষদের হাতে ১৫ টি করে ডিম তুলে দিয়েছেন। সঙ্গে এলাকার কোনও প্রকার দূষণ যেন না ছড়ায় তাই পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মীদের পিপিই কিট পরে সাফাই অভিযান করার কথা বলেছেন। এলাকার বাসিন্দারা বলেন, যেভাবে পুরসভা আমাদের পাশে এসে দাড়িয়েছে তাতে আমরা খুশি। এলাকায় কোন প্রকার সংক্রমণ যেন না ছড়ায় তা পুরসভার পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584