ভাইরাসের আতঙ্ক মেটাতে ঢাক বাজিয়ে সর্তকতামূলক প্রচার কালিয়াগঞ্জ পুরসভার

0
42

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক মেটাতে ঢাক বাজিয়ে সর্তকতামূলক প্রচার শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা। চেয়ারম্যানের দাবি মাইকের প্রচারের চাইতে এই প্রচার অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। তাঁর আবেদন মানুষ সঠিকভাবে পালন করবে আশা ঢাকি রবীন্দ্রনাথ বৈশ্যের।

lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা বিশ্ব। করোনা ভাইরাসের সংক্রামক যাতে আর বৃদ্ধি না পায় সেই কারনে সারা ভারতবর্ষে ১৪ই এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষনা করেছে প্রধানমন্ত্রী। সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও চলছে লক ডাউন।

আরও পড়ুনঃ গ্রামে বহিরাগত প্রবেশের জন্য রাস্তায় বাঁশের ব্যারিকেড

এই লক ডাউনের জেরে সরকারি কি নিয়মাবলি রয়েছে এবং করোনা ভাইরাস রুখতে সাধারণ মানুষ কিভাবে চলবে সেই কারনে মাইকে প্রচার করছে কালিয়াগঞ্জ পুরসভা।

মাইকে প্রচার অলিগলিতে পৌঁছায় না। সেই কারনে ওই একই প্রচার ঢাক বাজিয়ে শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা। কালিয়গঞ্জ পুরসভার অলিগলিতে চলছে এভাবেই প্রচার। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানান শহরে মাইকে প্রচার চালানো হচ্ছে।

সেই প্রচার প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে ঢাকের সাহায্য নেওয়া হয়েছে। কার্তিকবাবু মনে করেন,ঢাকের শব্দ মানুষ দাঁড়িয়ে পড়ে। তাই সাধারন মানুষের কাছে এই সচেতনতা প্রচার পৌঁছে দেওয়া জরুরী। ঢাক বাজানোর যে কথাগুলো বলছেন মানুষ তা মন দিয়ে শুনছেন।

মানুষ এই সর্তকতা অবলম্বন করলে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব হবে। ঢাকি রবীন্দ্রনাথ বৈশ্য জানিয়েছেন,তার প্রচার মানুষ শুনছেন।এই সতর্কবার্তা গুলো মানুষ মেনে চলবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here