নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বাইরের লোকজনের অবাধ চলাচল বন্ধ করতে এলাকার রাস্তায় বাঁশের ব্যারিকেড দেবার হিড়িক দেখা দিয়েছে কালিয়াগঞ্জ শহরে। সোমবারের পরে মঙ্গলবারও সেই কাজ অব্যাহত রেখেছেন এলাকাবাসী।
সোমবার কালিয়াগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের পালপাড়া ও ১৩ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন দত্ত লেনে বাঁশের ব্যারিকেড পড়েছিল।
মঙ্গলবার রাস্তায় বাঁশের ব্যারিকেড দিল কালিয়াগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকলোনীর গলির বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় বহিরাগতদের আটকাতে এভাবে বাঁশের বেড়া দেবার ঘটনায় প্রচন্ড আলোড়ন ছড়িয়েছে।
আরও পড়ুনঃ ৫ দিনের জন্য বন্ধ হতে চলেছে বিজন সেতু, চেতলা আরসিসি ব্রিজ
কালিয়াগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকলোনীর এই সুতলি মিল গলিতে হাতেগোনা কিছু মানুষের বসবাস। এই গলি রাস্তা দিয়ে পালপাড়া এবং বুড়িপুকুর এলাকার বাসিন্দার মানুষের একাংশ চলাচল করে। এই শ্রীকলোনী পাশের এলাকার বাসিন্দাদের একটি অংশ ভিন জেলা ও অন্য রাজ্যে কাজ করে।
তবে, সম্প্রতি বাইরে কাজে যাওয়া এই মানুষেরা এলাকায় ফিরতে শুরু করেছে। এদের অনেকেই হোম কোয়ারেন্টাইনে না থেকে পাড়ায় ঘোরাঘুরি করছে।
গত সপ্তাহে কলকাতা ফেরত তিন পরিযায়ী শ্রমিকের মাধ্যমে রায়গঞ্জ ও হেমতাবাদে করোনার প্রবেশ হয়েছে। এই ঘটনায় চিন্তিত হয়ে বাসিন্দারা পাড়ার রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়েছেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584