নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ ফের বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এই অবস্থার মধ্যেই কালিয়াগঞ্জ শহরে লকডাউন অমান্য করে দোকানপাটের একাংশ খুলছে অভিযোগ পেয়ে সক্রিয় হল পুলিশ।

কালিয়াগঞ্জ শহরে লকডাউন অমান্য করে দোকান যাতে না খোলা হয়, মাইক দিয়ে সেই আবেদন জানিয়ে প্রচার চালালো পুলিশ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান লোকশিল্পী সংগঠনের
এদিন মাইক হাতে কালিয়াগঞ্জ শহরের নানা প্রান্তে লকডাউন মেনে চলার শুধু ব্যবসায়ীরা নন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করে কালিয়াগঞ্জের রাস্তাঘাটে মানুষের সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
বাজারের সঙ্গে ব্যাংক, গ্যাস, ওষুধের দোকানের নামে কালিয়াগঞ্জের রাস্তায় মানুষের ঢল নামছে সকাল থেকেই। নানা কাজের আছিলায় রাস্তায় মানুষের সংখা বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন পুলিশ। এদিন মাইক নিয়ে প্রচারে লকডাউন মেনে বাড়িতে থাকার পরামর্শ দেয় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584