আগামী সপ্তাহ থেকেই খুলতে চলেছে কালীঘাটের মায়ের মন্দির

0
60

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ধীরে ধীরে স্বাভাবিকের পথে হেঁটে একে একে খুলে যাচ্ছে ধর্মীয় স্থানগুলির দরজা। শনিবার থেকে খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এরপরই আগামী সপ্তাহ থেকে খুলে যেতে চলেছে মুখ্যমন্ত্রীর বাসস্থান এলাকা কালীঘাটে মায়ের মন্দিরও।

temple | newsfront.co
ফাইল চিত্র

মন্দির কমিটি সূত্রে খবর, একেবারে দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও আগামী সপ্তাহেই যে কালীঘাটে মায়ের দর্শন পাবেন ভক্তরা সেটা নিশ্চিত। কি ভাবে ভক্তরা মায়ের দর্শন করবেন, তার পরিকল্পনাও করা হয়ে গিয়েছে। প্রসঙ্গত, কালীঘাটে গর্ভগৃহে স্বল্পস্থানের কারণে করোনা সংক্রমণের সম্ভাবনা হতে পারে। তা এড়ানোর জন্য কিছুদিনের জন্য তা স্থগিত রাখাও হতে পারে।

আরও পড়ুনঃ সোমবার থেকে কলকাতার রাস্তায় নামছে আরও বাস

জানা গিয়েছে, মন্দিরের মোট ৬ টি প্রবেশদ্বারের মধ্যে আপাতত তিনটি প্রবেশদ্বার দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশাধিকার পাবেন। কালীঘাট টেম্পল রোডের ওপর মন্দিরের ২ নম্বর ( কালীঘাট থানা লাগোয়া), ৩ নম্বর (পুণ্য পুকুর লাগোয়া), ৪ নম্বর (পুণ্যও পুকুর লাগোয়া) গেট দিয়েই আপাতত মন্দিরে যেতে আসতে পারবেন সকলে। নিয়ন্ত্রণ করা হবে মন্দিরের ভক্ত সংখ্যাও।

সরকারি নিয়মানুযায়ী আপাতত একসঙ্গে ১০ জনের বেশি ভক্তকে মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হবে না। মন্দিরের মূল গেটে থার্মাল স্ক্রিনিং-র পর স্যানিটাইজিং টানেলের মধ্য দিয়ে মন্দিরে ভক্তরা প্রবেশ করতে পারবেন। স্যানিটাইজিং টানেল তৈরি হওয়ার কাজ শেষ না হওয়ায় কারণেই আগামী সপ্তাহে মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ যাত্রী ঘাটতি-লোকসানের হিসেব দেখিয়ে ভাড়া বৃদ্ধির চাপ বজায় বাসমালিকদের

দক্ষিণেশ্বরের মতো কালীঘাট মন্দিরেও মায়ের চরণামৃত বিলির সিদ্ধান্ত এই মুহূর্তে স্থগিত থাকছে। প্রসাদ হিসেবে ভক্তরা শুধুমাত্র মায়ের প্রসাদী ফুল ও মিষ্টি হাতে পাবেন। ভক্তদের মায়ের দর্শনের ক্ষেত্রেও যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হবে।

পরিবর্তন হচ্ছে দর্শনের সময়সীমাতেও। আগে সকাল ছ’টা থেকে দুপুর দেড়টা, আবার বিকেলে চারটে থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত মন্দির খোলা থাকত।

পরিবর্তিত পরিস্থিতিতে মন্দির দুপুরে বন্ধ হবে ঘন্টা খানেক আগেই। রাতেও ৯টার আগে মন্দিরের দরজা বন্ধ হবে বলেই মন্দির সূত্রে খবর। কোনও রকম ভিড় বা জমায়েত যাতে না হয়, তার জন্য স্থানীয় প্রশাসনের সাহায্য নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here