শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
শনিবারই জানা গিয়েছিল, রথযাত্রার দিনই খোলে বীরভূমের রামপুরহাটের তারাপীঠ মন্দির। এবার ঘোষণা হল, বিভিন্ন বিধিনিষেধ মেনে ১ জুলাই থেকে খুলছে কালীঘাট মন্দির।
বিষয়টি আপাত খুশির খবর হলেও করোনা পরিস্থিতিতে মন্দিরের অন্দরে দর্শনার্থীরা অবাধ প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৬ টা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। একসঙ্গে ১০ জনের বেশি মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুনঃ জুলাইয়ের শুরুতেই খুলছে কালীঘাট মন্দির
নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের দুই নম্বর গেট দিয়ে ঢুকতে হবে এবং চার নম্বর গেট দিয়ে বেরোতে হবে। আরও জানানো হয়েছে, মন্দিরে ঢুকতে পারলেও গর্ভগৃহে প্রবেশ আপাতত নিষেধ। একই ভাবে তারাপীঠে গর্ভগৃহে ঢোকার বিষয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
তবে রাজ্যের মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক হাজার মানুষের জীবিকাও। এতদিন সম্পূর্ণ বেকার হয়ে গিয়েছিলেন তারা সকলেই। এবার মন্দির খোলার ঘোষণায় ভক্তদের সঙ্গে নতুন আনন্দে কোমর বাঁধছেন তারাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584