প্রয়াত কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়

0
281

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

স্বল্প রোগভোগের পর বৃহস্পতিবার রাত ২ টা১৫ মিনিটে কলকাতায় একটি বেসরকারি নার্সিং হোমে কালিয়াগঞ্জের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অধ্যাপক প্রমথনাথ রায় প্রয়াত হলেন।

Kaliya Ganj's MLA Pramathnath Roy has Died
ফাইল চিত্র

বিধায়ক প্রমথনাথ রায়ের প্ৰযানের খবরে কালিয়াগঞ্জে শোকের ছায়া নেমে আসে।সপ্তাহখানেক পূর্বে শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎ করে অসুস্থ হলে প্রথমে তাঁকে রায়গঞ্জ হাসপাতালে এবং পরে সেখান থেকে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।সেখানে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলেও হঠাৎ করেই বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

এরপর অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত চিকিৎসকেরা ব্যর্থ হয়।অবশেষে রাত ২টা ১৫ মিনিটে প্রমথনাথ রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Kaliya Ganj's MLA Pramathnath Roy has Died
ফাইল চিত্র

জানা যায়,প্রয়াত ভূমিপুত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর সুযোগ্য শিষ্য ছিলেন প্রয়াত বিধায়ক প্রমথ নাথ রায়।প্রয়াত বিধায়ক প্রমথ নাথ রায় ১৯৯৬ সালে প্রথমবার কালিয়াগঞ্জ বিধান সভায় কংগ্রেসের বিধায়ক রুপে নির্বাচিত হন।পরবর্তীতে ২০০১,২০১১ ও ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের বসন্ত রায়কে পরাজিত করে কালিয়াগঞ্জ বিধান সভার আসনে জয়ী হন।

প্রয়াত কংগ্রেস নেতা তথা বিধায়ক ২০১১সালে তৃণমূল ও কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে জয়ী হয়ে মমতা বন্দোপাধ্যয়ের মন্ত্রী সভায় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী হন।মন্ত্রী হয়েই রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সহযোগীতায় প্রমথনাথ বাবু স্বাধীনতার ৬৫ বছর পর ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরের টাঙ্গন নদীর উপর একটি বিশাল সেতু নির্মাণ করে সাধারণ মানুষের কাছ থেকে অভিনন্দন পান।

বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুর খবর সকালে ছড়িয়ে পড়লে কালিয়াগঞ্জে শোকের ছায়া নেমে আসে।উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন কংগ্রেসের দুর্দিনে যে ভাবে একজন প্রকৃত কংগ্রেস কর্মীর ভূমিকা পালন করেছেন প্রমথনাথ রায় তা আমাদের কাছে শিক্ষণীয়।তার মৃত্যুতে কংগ্রেসের যে বিশাল ক্ষতি হল তা পূরণ হবার নয়।প্রমথ বাবুর মৃত্যুতে মোহিতবাবু গভীর শোক জ্ঞাপন করেন।

রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক অসীম ঘোষ বলেন, কালিয়াগঞ্জের বিধায়ক তথা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি প্রমথ রায়ের মৃত্যুতে তিনি শোকাহত।অসীম বাবু বলেন, রাজনীতি যেমন সারাজীবন থাকবে তেমনি আমাদের মধ্যে সৌজন্যবোধ সবার থাকতেই হবে।তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জের বিধায়ক তথা তার কলেজ জীবনের শিক্ষক প্রমথনাথ রায়ের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন।পৌরপিতা বলেন, কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায় তাদের মা মাটি মানুষের সরকারের একজন রাষ্ট্রমন্ত্রী হিসাবে দক্ষতার সাথে কাজ করে গেছেন।
পৌরপিতা কার্তিক চন্দ্র পাল প্রমথ নাথ রায়ের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মৃত্যুকালে বিধায়ক প্রমথনাথ রায়ের বয়স হয়েছিল ৭৮ বছর।প্রমথনাথ রায় মৃত্যুকালে রেখে গেছেন দুই কন্যা,জামাতা ও নাতি নাতনি।কলকাতা থেকে তার মরদেহ গভীর রাতে কালিয়াগঞ্জে আসার কথা।আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যায়।

অপর দিকে গত বুধবার কালিয়াগঞ্জের বিশিষ্ট তৃণমূল নেতা খাজিরুদ্দিন আহমেদ দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারনে ৯৪ বছর বয়সে তার কালিয়াগঞ্জের চিড়াইল পাড়ার বাসভবনে প্রয়াত হন।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মীরা।প্রয়াত নেতার বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানায়।

খাজিরুদ্দিন আহমেদ পূর্বে কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা থেকে এ আইসিসির সদস্য ছিলেন।শেষ বয়সে এসে তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here