শ্যামল রায়,কালনাঃ
বুধবার কালনা মহকুমা হাসপাতালকে রেফারহীন ঘোষিত হলো। বেশ কিছুদিন ধরেই রেফারহীন হাসপাতালের মর্যাদা পেতে শুরু করেছে।গত দুই মাস আগে কালনা মহকুমা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে কাজ শুরু হয়।একই ছাদের তলায় শুরু হয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যপরিষেবা বিভাগ। বুধবার হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বরাই জানিয়েছেন যে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপ দিতেই আমাদের স্বাস্থ্যপরিষেবা নিয়ে তেমন অভিযোগ নেই।
তবে আমাদের আরও উন্নত ধরনের পরিকাঠামো থাকলে ক্যান্সার থেকে শুরু করে সমস্ত চিকিৎসা আমরা করাতে পারতাম দাবী এমনটাই। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই হাসপাতালে ডায়ালাইসিসের কাজ শুরু হবে। সেই সাথে শুরু হবে সিটি স্ক্যানের কাজ।একই সাথে হাসপাতালে ডিজিটাল এক্সরে থেকে শুরু করে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা পরিষেবা হাসপাতালে শুরু হয়েছে। রয়েছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আলাদা বিভাগ,ব্লাড ব্যাংক।কালনায় সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তীর্ণ হতেই চিকিৎসা পরিষেবাই নাজেহাল হওয়া কমেছে সাধারণ মানুষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584