দুর্গাপুজোয় দিলীপ ঘোষ সহ বিজেপি নেতাদের আমন্ত্রণ জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

0
67

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ রবিবার, রাখি পূর্ণিমায় শ্রীরামপুরের গান্ধী ময়দানে খুঁটি পুজো করে দুর্গাপুজোর সূচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দিলীপ ঘোষ সহ সমস্ত বিজেপি নেতাকে দুর্গাপুজোয় আমন্ত্রণ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Kalyan Banerjee invited Dilip Ghosh
কল্যাণ বন্দ্যোপাধ্যায়-দিলীপ ঘোষ

বিধানসভা ভোটের আগে দুর্গাপুজো নিয়ে তৃণমূলকে অনেক কটাক্ষ করে বিজেপি। গেরুয়া শিবির দাবি করে তৃণমূল সরকার ক্ষমতায় এলে নাকি বাংলায় দুর্গাপুজো বন্ধ করে দেবে। ঠিক সেই কারণেই এবার দুর্গাপুজো নিয়ে বিজেপিকে বিঁধলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।

কল্যাণ বাবু এদিন সাংবাদিকদের বলেন, “কিভাবে মা দুর্গার পুজো করতে হয় উনি এসে দেখে যান। অনেক মিথ্যা প্রচার করেন সারা বছর ধরে। ওঁকে দেখিয়ে দিতে চাই, দুর্গাপুজো কেমন ভাবে করে। দিলীপ ঘোষ-সহ বিজেপি-র যত নেতা আছে ওরা মায়ের আশীর্বাদ নিয়ে মানুষ হোক।“

আরও পড়ুনঃ ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

তৃণমূল সাংসদের এই মন্তব্যের পাল্টা দিয়েছে গেরুয়া শিবিরও। বিজেপি নেতা স্বপন পাল বলেন, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুজো করছেন, দিলীপ ঘোষকে আমন্ত্রণ করেছেন ভাল কথা। কেন হাইকোর্টকে পুজোর বিসর্জনে হস্তক্ষেপ করতে হয়েছে? ওঁদের মুখে পুজো ব্যাপারটা মানায় না। ওঁরা লোক দেখানো পুজো করছেন।“

আরও পড়ুনঃ কাজই করছে না ই-ফাইলিং পোর্টাল, ইনফোসিস কর্তাকে সমন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের

এ প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘‘গত বছরও সমস্ত নিয়ম মেনে পুজো হয়েছিল। এবারও হবে। গত বার হাইকোর্টও পর্যন্ত বলেছিল, খুব সুন্দর দুর্গাপুজো হয়েছে। বিজেপি এসব শিখে যাক।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here