নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
জে পি নাড্ডার কনভয়ে হামলা প্রসঙ্গে রাজ্যপালের রিপোর্টের পরই বাংলার মুখ্যসচিব ও ডিজিকে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি, সেই ঘটনায় রাজ্যপালের রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
শুক্রবার রাজ্যপালের রিপোর্ট পাওয়ার পরই বাংলার মুখ্যসচিব ও ডিজিকে তলব করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। মুখ্যসচিব ও ডিজিকে তলব সম্পূর্ণ ‘বেআইনি’ ও ‘সংবিধান বিরোধী’, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখে সে কথা জানালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরই সেই তলব ‘বেআইনি’ ও ‘সংবিধান বিরোধী’ বলে দাবি করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আজ সেই কথাই চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে জানালেন তিনি।
আরও পড়ুনঃ দিল্লিতে হাজিরা নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তলবে পালটা চিঠি মুখ্যসচিবের
তিনি চিঠিতে লিখেছেন, ভারতীয় সংবিধান অনুযায়ী আইন-শৃঙ্খলা রাজ্য তালিকাভুক্ত বিষয়। তাহলে কীভাবে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিককে ডেকে পাঠালো কেন্দ্র! রাজনৈতিক চাপেই কেন্দ্রীয় সরকার এই ধরণের কাজ করছে বলে চিঠিতে অভিযোগ করেছেন তৃণমূলের এই আইনজীবী সাংসদ।
আরও পড়ুনঃ ‘চাড্ডা’-র সমালোচনায় মুখর বিমান, এত গাত্রদাহ কেন প্রতিক্রিয়া তৃণমূলের
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তলব পাওয়ার পরই পাল্টা চিঠি লিখে না যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যসচিব। চিঠিতে নাড্ডার কনভয়-নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য এবং ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। এও জানানো হয়েছে রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, তাই সশরীরে দিল্লি যাওয়া থেকে মুখ্যসচিব-ডিজি-কে অব্যাহতি দেওয়া হোক।
নাড্ডার কনভয়-নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা করা হয়েছিল তা বিস্তারিত ভাবে কেন্দ্রীয় স্বারাষ্ট্রসচিবকে চিঠিতে জানিয়েছেন কল্যানবাবু।
আরও পড়ুনঃ তিনি রাষ্ট্রপতি হওয়ার পরই রাজনৈতিক দিশা হারিয়েছে কংগ্রেস- লিখেছেন প্রণব মুখার্জী
একই সঙ্গে তিনি জানিয়েছেন, একটি রাজনৈতিক দলের সভাপতি জে পি নড্ডাকে রাজ্য সরকারের পক্ষ থেকে বুলেটপ্রুফ গাড়ি-সহ যাবতীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কনভয়ে হামলা সংক্রান্ত অভিযোগ তুলে বিজেপি ন্যক্কারজনক রাজনীতি করছে এবং এই রাজনীতির অংশ হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পদে থেকে অজয় ভাল্লা যাতে এরকম কাজ আর না করেন, চিঠিতে সেই আবেদনও জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নাড্ডার কনভয়ে হামলার বিষয়টি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। ভোটের আগে তাতে নতুন মাত্রা যোগ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে দেওয়া তৃণমূল সাংসদের চিঠি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584