নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আমরা নিজেদের দমে আইএসএল খেলবো, কারোর দয়াতে নয়। এমন গরম, গরম কথা বলার পরে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা একপ্রকার অনিশ্চিত। ক্ষুব্ধ সমর্থকরা কর্তাদের পদত্যাগ দাবি করছেন। অন্য কর্তারা যাবেন কি না জানা নেই তবে ক্লাব সচিব কল্যাণ মজুমদার ক্লাব পদত্যাগ করতে চান। সাক্ষাৎকারে তিনি এমনি ইচ্ছে প্রকাশ করেন।
তিনি বলেন, ‘১৯ বছর ইস্টবেঙ্গল সচিব পদের দায়িত্ব সামলেছি, আমার বয়স হয়েছে, শরীরও ভালো নয়। এই বয়সে ক্লাবে সপ্তাহে চার দিন করে আশা আমার পক্ষে সম্ভব নয়। নতুনদের জায়গা ছেড়ে দিতে চাই।‘ ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা নিয়ে তিনি বলেন, ‘আইএসএল ভারতীয় ফুটবলের কোনো উন্নতি করেনি ইন্ডিয়ান টিমে যত প্লেয়ার আছে সব আই লীগ থেকে উঠে আসা।’
আরও পড়ুনঃ মোহনবাগানে কোচিং করাতে আগ্রহী ব্যারেটো
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে হবে ইস্টবেঙ্গল কর্তাদের। তারপরেই বর্তমান কমিটির টার্ম শেষ হচ্ছে। সেখানেই শেষ বার সভা করার কথা ক্লাব সচিবের। যদিও ক্লাব থেকে বলা হয় তাঁদের কাছে এমন কোনো খবর নেই। কল্যাণ তাঁদের কিছু জানান নি। তারা আইএসএল খেলার জন্য শেষ অবধি লড়াই করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584