অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইএসএলে নিজেদের অভিষেক ম্যাচেই এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কেন শুরুতেই দেওয়া হল তা ভেবে পাচ্ছেন না লাল-হলুদ সচিব কল্যাণ মজুমদার।
আরও পড়ুনঃ ভারতকে সব ফর্ম্যাটে পর্যুদস্ত করবে অস্ট্রেলিয়াঃ ভন
তিনি বলেন, “দলের প্রখম খেলা ডার্বি দিয়ে শুরু হল। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। কেন শুরুতেই ডার্বি ম্যাচ দেওয়া হল বুঝলাম না। বিশ্বের কোথাও এটা হয় না। তবে এখানে সব উল্টো। তাই দলের ফুটবলারদের দোষ দিতে পারি না।
আমরা প্রথমার্ধে ভালো সুযোগ তৈরি করেছিলাম। ভালো খেলেছিলাম।“ তবে দল হেরে যাওয়াতে মন খারাপ লাল-হলুদ সচিবের। তিনি বলেন, “ম্যাচেই ফলই বড় কথা। কেউ ব্যাকরণ দেখতে যাবে না। আমরা হেরে গিয়েছি, এটাই সত্যি কথা। পরের ডার্বিতে আশা করি ভালো ফল করবে ইস্টবেঙ্গল।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584