নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ক্যারাটে প্রতিযোগিতায় জয়ী কামাখ্যাগুড়ির কুড়ি জন ছেলে মেয়ে।গত রবিবার আলিপুরদুয়ার জেলার ভেলুরডাবরিতে জেলা কিয়কুশিন-কান বেসিক টুর্ণামেন্ট উদ্যোগে একটি টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী এদিন অংশ গ্রহণ করে।
কামাখ্যাগুড়ি থেকে বিসিকে ৭-১০ বছরের খেলায় প্রথম হয় ক্রিসটিনা নার্জিনারি ও দ্বিতীয় আযুষ দে ।১০-১২ বছরের সিনিওর গ্রুপে দ্বিতীয় অনুব্রত দে।১২-১৪ বছরের প্রথম হয় আরোসী সাহা,দ্বিতীয় রুপম বর্মন।১৪-১৬ বছরের খেলায় প্রথম হয় বিপলয় পণ্ডিত,দ্বিতীয় অনুপ দেবনাথ,তৃতীয় রকী দেবনাথ ।
ক্যারাটে প্রশিক্ষক কল্যান দেবনাথ জানান, এছাড়াও কামাখ্যাগুড়ি ও শামুকতলা থেকে আরও দশ জন বিভিন্ন স্থানে জয়ী হয়।
আরও পড়ুনঃ ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন ইসলামপুরে
এরা সবাই ন্যাশ্যলানে রানিগঞ্জের খেলায় অংশ গ্রহণ করবে ।অন্যদিকে বুধবার জয়ী ছাত্রছাত্রীদের কামাখ্যাগুড়ি আউটপোস্ট থেকে সংবর্ধনা দেওয়া হয়।কামাখ্যাগুড়ি আউট পোস্টের ওসি আকিব হুসেন খান এদিন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেন।
কামাখ্যাগুড়ি আউট পোস্টের ওসি আকিব হুসেন বলেন, “কামাখ্যাগুড়ির গর্ব একটি খেলায় কুড়ি জন জয়ী হয়েছে আগামীতে তাঁদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584