নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
জয়ের পর প্রথমেই নির্বাচনী দৌড়ে সহকারী হিসাবে তাঁকে বেছে নেওয়ার জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন কমলা হ্যারিস। আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট, প্রথম অশেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এতগুলো তকমা কমলা হ্যারিসের সাফল্যের ঝুলিতে।
এদিন সমগ্র আমেরিকার মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে আমিই প্রথম মহিলা, কিন্তু আশা করি এটাই শেষ নয়’।
তাঁর কথায়, ‘এই দেশ সম্ভাবনার দেশ। প্রতিটি ছোট মেয়ে যাঁরা আজ এই অনুষ্ঠান দেখছেন তাঁদের স্বপ্ন দেখতে বলব। জাতপাত-বর্ণ ভুলে স্বপ্ন দেখুন। একই সঙ্গে স্বপ্ন পূরণের জন্য একাগ্র চিত্তে কাজ করুন। স্বপ্ন সফল হবেই।“ সেই সঙ্গে কমলা হ্যারিস যোগ করেন, “আমেরিকা তৈরি। প্রস্তুত জো আর আমিও।“
আরও পড়ুনঃ পরাস্ত ট্রাম্প, ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জো বিডেন
বিজয় ভাষণ মঞ্চে এদিন মা শ্যামলা গোপালনকেও স্মরণ করেন কমলা। উল্লেখ্য, ১৯৬৪ সালে অকল্যান্ডে জন্ম হয় কমলার। তাঁর মা শ্যামলা ছিলেন ক্যানসার বায়োলজিস্ট ও বাবা অর্থনীতিবিদ ডোনাল্ড জে হ্যারিস। এর আগে, ক্যালিফোর্নিয়ার সেনেটর ও সান ফ্রানন্সিকোর প্রথম ডিস্ট্রিকট অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন।
শনিবার রাতে উইলিংটন ডেলাওয়্যারে চেজ সেন্টারের বিজয়মঞ্চে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে যোগ দেন তাঁদের স্বামী ও স্ত্রীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584