নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শনিবার সকাল থেকেই শিলিগুড়িতে দৃশ্যমান হল পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য।
তবে গত কয়েক বছর ধরে শহর শিলিগুড়ি জুড়ে তীব্র যানজট এবং দূষণের ফলে শহরবাসীরা দীর্ঘ দিন যাবৎ কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে রূপ থেকে বঞ্চিত হচ্ছিল। তবে গত দুদিন ধরেই শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে।
আরও পড়ুনঃ ১৫ নভেম্বরেই ট্রায়াল রান শুরু হবে দক্ষিণেশ্বর মেট্রোর
আর এই ছবি দেখে অনেকেই লোভ সামলাতে পারছেন না। তাই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত শিলিগুড়িবাসী। যদিও শহর শিলিগুড়ির মহানন্দা সেতু ও দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল থেকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে এই কাঞ্চনজঙ্ঘাকে ।
অপরদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে দেখে পরিবেশপ্রেমীরা লকডাউনকে আশীর্বাদ বলেই মনে করছেন । কারণ লকডাউনের সময় থেকে শহরজুড়েই কিছুটা হলেও কমেছে দূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মানুষ গৃহবন্দী থাকায় প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584