হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিল কান্দি থানার পুলিশ

0
63

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

এবার দুয়ারে পুলিশের ভূমিকায় মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আসল মোবাইল মালিকদের হাতে পৌঁছে দেওয়া হল। মুর্শিদাবাদের পাশাপাশি শুক্রবার সকাল থেকে কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকের হাতে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন কান্দি থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ।

Kandi Police
নিজস্ব চিত্র

উল্লেখ্য এই সমস্ত মোবাইল কারোর পকেট থেকে নয়তো কারোর বাড়ি থেকে হারিয়ে যায় ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছিল থানায় এবং সেই অভিযোগ মোতাবেক পুলিশ অভিযান চালায়, হারিয়ে যাওয়া সেই মোবাইল গুলিকে উদ্ধার করে মোবাইল মালিকের হাতে তুলে দিল কান্দি থানার আধিকারিক। বাড়ির দুয়ারে থানার পুলিশকে এই ভূমিকায় দেখে খুশি মোবাইল মালিক এবং পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও।

আরও পড়ুনঃ সাদিখানদেয়ার ও খয়রামারি গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান গঠন

প্রসঙ্গত পুলিশ প্রশাসনের অনুরোধ মোবাইল হারিয়ে গেলে অতি অবশ্যই থানায় অভিযোগ জানাবেন। কারণ কোনো ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন নিয়ে অন্য কেউ অন্যায় কাজ করলে মোবাইল মালিকের উপর দায় বর্তাবে। তাছাড়া মোবাইল হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় এই বিশ্বাস মানুষের মধ্যে ফিরে আসুক সেটাই চায় পুলিশ প্রশাসন।

পুলিশ এটাও খতিয়ে দেখছে যারা হারিয়ে যাওয়া মোবাইল পাচ্ছে সেগুলো কাদের কাছ থেকে পাচ্ছে কারা এর পিছনে আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কান্দি থানার পুলিশ প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here