মাধ্যমিক শিক্ষার্থীর বিয়ে রুখলো কান্দি থানার পুলিশ

0
80

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

কান্দি পুলিশ প্রশাসন এবং সিনির যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণে এক নাবালিকার বিয়ে বন্ধ করা হল

Under age marriage
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোকর্ণ গ্রামের বর্ষা পটুয়া নামে পনেরো বছরের এক নাবালিকার বিয়ে ঠিক করা হয়েছিল, বর্তমানে সে গোকর্ণ গার্লস স্কুলের মাধ্যমিক শিক্ষার্থী। খবর পেয়ে গোকর্ণ পুলিশ ফাড়ির অফিসার মেসের আলী মহাশয় এবং সিনি সদস্য সুবির মহাশয় ঘটনাস্থলে পৌঁছে ছাত্রী বর্ষা পটুয়ার বাবা দোলয় পটুয়াকে বোঝান যে, বাল্যবিবাহ কেবলমাত্র আইনগত অপরাধ তাই নয়, অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের অনেকে সমস্যা আছে। এরপর পরিবারের পক্ষ থেকে আঠারো বছর পর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Kandi Police
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ৪৫ দিনের শিশুর মৃত্যুতে চাঞ্চল্য জলঙ্গীতে, আটক বাবা-মা

এ বিষয় পুলিশ অফিসার মেসের আলী বলেন, “একদিকে স্কুল বন্ধ অন্যদিকে লকডাউনের ফলে অনেক সাধারণ মানুষ কাজ হারাচ্ছে, দারিদ্রতা বাড়ছে ফলে মেয়ের পরিবার থেকে অনেক ক্ষেত্রে অল্প বয়সে বিয়ে দেওয়ার ঝোঁক বাড়ছে এমনই বিভিন্ন জায়গায় খবর পেয়ে আমরা পরিবারকে বোঝানোর চেষ্টা করছি। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়াও মিলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here