নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা আবহে দুর্গাপুজোর পাশাপাশি দুঃস্থদের সাহায্যে এগিয়ে এল কান্দির এক দুর্গাপুজো কমিটি ৷
কান্দির অন্তর্ভুক্ত ছাতিনাকান্দি ৬ পল্লী যুব গোষ্ঠী আয়োজিত সার্বজনীন দুর্গাপুজো প্রতি বছরই কান্দি মহকুমায় বিশেষ স্থান অর্জন করে থাকে। বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত এই পুজো এবছর কোরোনা আবহে জৌলুসহীন ভাবে করতে চাইছে ।
আরও পড়ুনঃ পাঁশকুড়ার অর্থনৈতিক অনগ্রসর পড়ুয়ার পাশে সাংসদ দেব
খুবই সাধারণ ভাবে এবছর তারা পুজোর আয়োজন করছেন। পুজোর আড়ম্বর কমিয়ে সেই অর্থ দিয়ে গরিব, দুঃস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এই কমিটি। পুজো কমিটির সম্পাদক বিশাল ব্যানার্জি পরিকল্পনার কথা জানিয়ে বললেন, এলাকার মানুষের স্বার্থে এই পুজো করা হচ্ছে।
আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নতুন পর্যবেক্ষক
পাশাপাশি যেহেতু পুজো সবার জন্য তাই কোরোনা আবহে যে সমস্ত মানুষ অসহায়তার সাথে দিন কাটাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584