অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইসিসির টেস্ট, ব্যাটিং, বোলিংয়ের রেটিং তালিকা প্রকাশ করা দেওয়া হয়েছে। যেখানে টপ-১০ খেলোয়াড়দের নাম দেওয়া রয়েছে। এই নতুন রাঙ্কিংয়ে বেশকিছু ব্যাটসম্যানদের নিজেদের রাঙ্কিং হারাতে হয়েছে। কেউ আবার ব্যাটসম্যান তো নীচের দিক থেকে উপরের দিকে উঠেছেন, অন্যদিকে কিছু ব্যাটসম্যান যারা উপর থেকে নীচে নেমে এসেছেন।
নতুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিশতরান করে আইসিসি টেস্ট প্লেয়ার রাঙ্কিংয়ে কেন উইলিয়ামসন (৮৮৬) চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন। তবে আগের মতোই প্রথম স্থানে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ (৯১১) রয়েছেন। এই তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (৮৮৬)। এর আগে তৃতীয় নম্বরে ছিলেন মার্নস লাবুসেন (৮২৭) যিনি এখন এক ধাপ নেমে নেমে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছেন। তার পয়েন্ট ৮২৭।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথম দিকে অনিশ্চিত জাদেজা
পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের খেলোয়াড় বাবর আজম রয়েছেন। তার রেটিং পয়েন্ট ৭৯৭। ষষ্ঠ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। সপ্তম স্থানে এই তালিকায় চেতেশ্বর পুজারার নাম শামিল হয়ে গিয়েছে, তার রেটিং পয়েন্টস ৭৬৬।
এছাড়াও অষ্টম স্থানে ইংল্যান্ডের খেলোয়াড় বেন স্টোকসের নাম রয়েছে। নবম স্থানে এই তালিকায় জো রুট নিজের জায়গা করে নিয়েছেন। তার রেটিং পয়েন্ট ৭৩৮। ১০ নম্বরে নিউজিল্যান্ডের খেলোয়াড় টম লাথামের নাম রয়েছে। এর আগে লাথাম ১২ নম্বরে ছিলেন এবং যিনি ২ ধাপ উঠে এসে দশ নম্বরে রয়েছেন।
একই সঙ্গেই নতুন আইসিসি টেস্ট বোলিং রাঙ্কিংয়ের তালিকাও প্রকাশ করা হয়েছে। যেখানে প্রথম নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্স দুই নম্বরে নিউজিল্যান্ড দলের ট্রেন্ট বোল্ট প্রথম দশে শুধু ভারত থেকে জসপ্রীত বুমরাহ নয় নম্বরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584