টেস্টে একে সন – দুইয়ে বিরাট – তিনে স্মিথ

0
71

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বছর শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে পেছনে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ব্যর্থ হওয়া স্মিথ নেমে গেছেন তিন নম্বরে। আর কোহলি আগের মত দুই নম্বর স্থানেই রয়েছেন।

ICC Test Ranking | newsfront.co

গত দুই টেস্টের তিন ইনিংসে ৪০১ রান করা কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট বর্তমানে ৮৯০। বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৮৭৯ ও স্মিথের ৮৭৭।

অস্ট্রেলিয়ায় ভারতের পক্ষে সর্বশেষ টেস্টে দুই ইনিংসে ৭৮ রান করেন কোহলি। এরপর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে যান ভারত অধিনায়ক। ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে চার ইনিংসে ১০ রান করেছেন স্টিভ স্মিথ।

আরও পড়ুনঃ চোট পেয়ে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন উমেশ, বদলে নটরাজন

অন্যদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। উইন্ডিজের বিরুদ্ধে ২৫১ রানের অসাধারণ একটি ইনিংস খেলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ১২৯ রানের একটি দুরন্ত ইনিংস। ধারাবাহিকভাবে এই ভাল পারফরম্যান্সের ফল পেলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here