‘সাম্প্রদায়িক পোস্ট’ বান্দ্রা থানায় হাজিরা কঙ্গনার

0
42

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক ‘সাম্প্রদায়িক পোস্ট’ শেয়ার করার অভিযোগে কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনওরকম জোরালো পদক্ষেপ নেওয়া যাবে না। ২০২০’র নভেম্বর মাসের শেষের দিকেই বম্বে হাইকোর্টের তরফে এমনটাই জানান হয়।

Kangana Ranaut | newsfront.co
কঙ্গনা রানাউত

সেই মামলার প্রেক্ষিতেই শুক্রবার বান্দ্রা পুলিশ স্টেশনে বয়ান রেকর্ডের জন্য হাজির হলেন অভিনেত্রী কঙ্গনা ও তাঁর দিদি। তবলিঘি জামাত নিয়ে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে যে মামলা রুজু হয়েছিল কঙ্গনা রানাউত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে, আগামী ১১ জানুয়ারি ফের সেই মামলার শুনানি রয়েছে বম্বে হাইকোর্টে।

উল্লেখ্য, বম্বে হাইকোর্টের নির্দেশেই কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি সংশ্লিষ্ট মামলা প্রসঙ্গে বয়ান রেকর্ডের জন্য এদিন বান্দ্রা থানায় যান। বেলা ১টা নাগাদ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টিত হয়ে থানায় পৌঁছন কঙ্গনা। সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ব্যক্তিগত আইনজীবীও।

আরও পড়ুনঃ ক্ষমতায় এলে বাংলাতেও ‘লাভ জিহাদ’ আইন- দুর্গাপুরে জানালেন নরোত্তম

প্রসঙ্গত, অভিনেত্রীকে এর আগে তিনবার সমন পাঠানো হলেও ব্যস্ততার অজুহাত দেখিয়ে থানায় হাজিরা দেননি তাঁরা। হাজিরা তো দূর, নিজে থেকে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ অবধি করেননি বলিউড অভিনেত্রী কঙ্গনা।

আরও পড়ুনঃ নতুন বছরেও জিডিপি নিম্নমুখী হওয়ার পূর্বাভাস, আশা শুধু কৃষিতে

এরপর আবার মুম্বই পুলিশের দায়ের করা এফআইআর খারিজ করার আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই বোন। যার প্রেক্ষিতে নভেম্বর মাসে বম্বে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়ে ঘোষণা করে যে, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত দুই বোনের বিরুদ্ধে কোনওরকম জোরালো পদক্ষেপ নেওয়া যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here