প্রতিশ্রুতি দেওয়া হলেও অবস্থা ফেরেনি কাঁসাই হল্ট স্টেশনের

0
108

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Kansai halt station has no platform
নিজস্ব চিত্র

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রয়াত সিপিআই সাংসদ প্রবোধ পান্ডা,এমনকি হালফিলের বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলীর বারে বারে প্রতিশ্রুতির দেওয়ার পরেও হাল ফেরেনি দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার কাঁসাই হল্ট স্টেশনের, বেহাল দশায় জেরবার যাত্রী সুরক্ষা থেকে যাত্রী স্বাচ্ছন্দ।মেদিনীপুর ও খড়গপুর দুই জংশনের মাঝে ছোট্ট স্টেশন কাঁসাই হল্ট।হল্ট স্টেশন হলেও নিত্যযাত্রীর সংখ্যাটা নেহাত কম নয়।

Kansai halt station has no platform
প্লাটফর্মে না থাকায় হাতল ঝুলে যাতায়াত করছে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

গোকুলপুর,লেলু্য়াখোলা,বড়কলা সহ বেশকয়েকটি গ্রামের মানুষের কাছে মেদিনীপুর, খড়গপুরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই রেল যোগাযোগ।সকাল থেকে রাত পর্যন্ত নিত্যদিন প্রায় ৩২ জোড়া ট্রেন দাঁড়ায় এই হল্ট স্টেশনে কিন্তু নেই কোন প্লাটফর্ম,নেই কোন টিকিট কাউন্টারও।এমনকি পানীয় জল,বিদ্যুৎ কিংবা শৌচালয়ের মত ন্যূনতম পরিষেবাও নেই এই হল্ট স্টেশনে।ছাত্র ছাত্রী থেকে গ্রামের মানুষজন সকলকেই বহুকষ্টে ট্রেনের হাতল ধরে ঝুলে ট্রেনে উঠতে হয়,নামতে হয় ঠিক একই ভাবে।সামান্য অসাবধানতা কেড়ে নিতে পারে জীবনও কিন্তু জীবনের পরোয়া না করেই কার্যত বাধ্য হয়ে ট্রেনের সফর করতে হয় এই হল্ট স্টেশন এর যাত্রীদের।

২০১২ সালে প্ল্যাটফর্ম ওর টিকিট কাউন্টারের দাবিতে আন্দোলন সংগঠিত করেছিল গ্রামবাসীরা।নেতা থেকে মন্ত্রী একে একে অনেকেই সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন নয়া প্লাটফর্ম বানানোর।মমতা ব্যানার্জি থেকে প্রয়াত সিপিআই সাংসদ প্রবোধ পান্ডা এমনকি হালফিলের বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলীও নয়া প্ল্যাটফর্মের আশা দেখিয়েছিলেন ছাপোষা এই গ্রামবাসীদের।সময়ের সাথে সাথে প্রতিশ্রুতিও ভুলে গিয়েছেন নেতা-নেত্রীরা।আর তাই হাজার ক্ষোভ থাকলেও তা মনের মধ্যে পুষে নিত্য যাত্রা করতে হচ্ছে পাঁচটা গ্রামের বাসিন্দাদের।

আরও পড়ুনঃ টিকিটের দামের সাথে অবৈধভাবে কনর্ফাম চার্জ দিতে হচ্ছে কালিয়াগঞ্জ রেলষ্টেশনে

বিষয়টি নিয়ে খড়গপুর ডিভিশনের রেলওয়ে বিভাগের আধিকারিকদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাদের তরফ থেকে।রেলের উদাসীনতায় ছাত্র থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীদের এই দুর্ভোগ কত দিনে কাটে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here