দুদিন ব্যাপী শিশির মঞ্চে কন্ঠ নাট্য উৎসব

0
133

শ্যামল রায়,কলকাতাঃ

শনিবার ও রবিবার দুই দিনব্যাপী সময়ের শব্দ ট্রাস্ট ও পত্রিকার উদ্যোগে কন্ঠ নাটক উৎসব শুরু হয়েছে নন্দনের শিশির মঞ্চে। দুই দিনের উৎসবের প্রথম দিন শনিবার শুভ সূচনা করেন প্রখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক অর্ঘ্য রায় স্বপন কুমার চক্রবর্তী সভাপতি ও শুভাশিস ঘোষঠাকুর আহ্বায়ক।
কন্ঠ নাটকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আমেরিকা থেকে মোট ৩০টি শ্রুতিনাট্য দল এই কন্ঠ নাটক উৎসবে অংশগ্রহণ করেছিলেন।

শিশির মঞ্চে

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আকাশবাণী কেন্দ্রের কেন্দ্রীয় অধিকর্তা আশীষ গিরি ছাড়াও বীথি চট্টোপাধ্যায় অমরেন্দ্র চক্রবর্তী সতীনাথ মুখোপাধ্যায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় পঙ্কজ সাহা কাজল শীর্ষ বন্দ্যোপাধ্যায় ।
উৎসবের প্রথম দিন কবিতা পড়েন পৌলোমী সেনগুপ্ত বিভাস রায়চৌধুরী তমাল লাহা প্রমূখ।
রবিবারের অনুষ্ঠানে কবিতায় পাঠ করেব ঋজুরেখ চক্রবর্তী সৌভিক বন্দ্যোপাধ্যায় অদিতি বসু রায় প্রমুখ।
এই কবিতা উৎসবে বাচিকশিল্পী সঙ্গীত এবং আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংস্থার অন্যতম কর্ণধার সময়ের শব্দ ট্রাস্ট ও পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অর্ঘ্য রায় বলেন যে প্রতিবছরের মতো এবছরও গ্রাম গঞ্জের কবিদের উপস্থিত করে কবিদের কাছে লেখার মান সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা তুলে ধরা হয়।
এখানে আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন শুভাশিস ঘোষঠাকুর স্বপন কুমার চক্রবর্তী।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here