নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টেলিভিশনের পর্দায় আজ থেকে নতুন ধারাবাহিক ‘কন্যাদান’। ধারাবাহিকের গল্প আবর্তিত হয় অঞ্জন বসু এবং তার পাঁচ কন্যাকে কেন্দ্রে রেখে। অঞ্জন পেশায় ইতিহাসের শিক্ষক। স্ত্রীর মৃত্যুর পরে অঞ্জন বসু সর্বদা মেয়েদের মাথার ওপরে ছাদ হয়ে থাকে। মাতৃস্নেহ এবং পিতৃস্নেহ দুইই তার কাছ থেকে পায় মেয়েরা। এমনকি তাদের বিয়ের পরেও তাই। জীবনের সব রকম জটিলতার মধ্য দিয়ে কন্যাদের তার সমস্ত নীতি ও আদর্শ দিয়ে রক্ষা করে।
সূত্রের খবর অনুযায়ী, গল্পটি এমন একটি বাস্তবতার চিত্র তুলে ধরে যেখানে বুঝিয়ে দেওয়া হয়- মেয়ের বিয়ের পরেও একজন পিতার দায়িত্ব কখনও শেষ হয় না বরং আবার এক নতুন দায়িত্বের শুরু হয়, সারা জীবন আগলে রাখার দায়িত্ব। বাকিটা জানতে হলে দেখতে হবে ‘কন্যাদান’।
আরও পড়ুনঃ মাটির গানে মন ভরাতে আসছে ‘গঙ্গারাম’
অঞ্জন বসুর চরিত্রে অভিনয় করছেন অরিন্দম গাঙ্গুলি। অন্যান্য চরিত্রে রয়েছেন মানসী সিনহা, প্রিয়া মালাকার, ঋদ্ধিশ চৌধুরী, নীলাঙ্কুর মুখোপাধ্যায় সহ আরও অনেকে। ‘কন্যাদান’ দেখুন সোম থেকে রবি রাত সাড়ে ৮ টায়, সান বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584